নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
ডিসেম্বর ২, ২০২৫
১৪:৩৩:৫৮
ট্রাম্প জুনিয়র যাচ্ছিলেন আম্বানির আমন্ত্রণে, ছড়াচ্ছে কলকাতায় আওয়ামী লীগ ও কূটনৈতিকদের মিটিংয়ের দাবিতে

ট্রাম্প জুনিয়র যাচ্ছিলেন আম্বানির আমন্ত্রণে, ছড়াচ্ছে কলকাতায় আওয়ামী লীগ ও কূটনৈতিকদের মিটিংয়ের দাবিতে

ডিসেম্বর ২, ২০২৫
১৪:৩৩:৫৮

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

কলকাতায় আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক মিটিং করছেন। এ দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে। ডিসমিসল্যাব ফ্যাক্টচেক করে দেখেছে, ভিডিওটি ভারত সফররত ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের। গত ২০ নভেম্বর ট্রাম্প জুনিয়রের ভারতের জামনগরে যাওয়ার দৃশ্যই ছড়ানো হচ্ছে ভিন্ন দাবিতে।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, “কলকাতায় আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করতে বিভিন্ন দেশের কূটনৈতিক সহ আওয়ামীলীগের উচ্চপদস্থ নেতৃবৃন্দ উপস্থিত হচ্ছেন। বিজয়ের মাসেই কঠোর কর্মসূচি আসতেছে, আওয়ামী লীগের আগামীর পথ চলা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আসবে, আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে উপস্থিত থাকবেন সায়মা ওয়াজেদ পুতুল সহ শেখ পরিবারের আরো কয়েকজন সদস্য।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৭৩ হাজারের বেশিবার দেখা হয়েছে।

ফেসবুকের একাধিক (,,,,) ব্যক্তিগত প্রোফাইল থেকে একই ভিডিও পোস্ট করে মূল পোস্টের ক্যাপশনের দাবির পক্ষে মন্তব্য করতে দেখা যায়।

ঘটনার সত্যতা যাচাইয়ে ভিডিওটির কিফ্রেম ধরে সার্চ করলে, চলতি বছরের ২০ নভেম্বর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই নিউজ) এর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একই ফুটেজের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে বলা হয়, “ভিডিও | গুজরাট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র জামনগরে পৌঁছেছেন।” ৩৭ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওর ৫ সেকেন্ড থেকে ২৩ সেকেন্ডের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল আছে।

এছাড়া ইউটিউবে “ইন্ডিয়া নিউজ গুজরাট” নামের একটি চ্যানেলে একই দৃশ্যের ভিডিওটি পাওয়া যায়। ২০ নভেম্বরে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে বলা, “জামনগরে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, শহরে এখন একটাই আলোচনা। ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ছেলে।” ইনস্টাগ্রামেও এই ভিডিও পাওয়া যায়, যেখানে ভিডিওটিকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের জামনগরে যাওয়ার দৃশ্য হিসেবে দাবি করা হয়।

এ ঘটনা নিয়ে অধিকতর যাচাই করলে অজিত সমাচার নামের একটি অনলাইন পোর্টালে ২০ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, “জামনগরে এসেছেন মার্কিন প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।” এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল। 

এ ঘটনা নিয়ে একাধিক (,,,) সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। ২১ নভেম্বরে প্রকাশিত দ্য ইন্ডিয়ান উইটনেসের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র বনতারা দেখার জন্য ২০ নভেম্বর, বৃহস্পতিবার গুজরাটের জামনগরে পৌঁছেছেন। 

প্রসঙ্গত, আমেরিকান বিলিয়নিয়ার ব্যবসায়ী রামা রাজু মান্তেনার মেয়ে নেত্রা মান্তেনা ও উদ্যোক্তা ভামসি গাদিরাজুর বিয়ে উপলক্ষ্যে ভারতে যান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ২১ নভেম্বর রাতে বিয়েতে যোগ দিতে তিনি উদয়পুরে পৌঁছান। অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি কলকাতায় আওয়ামী লীগের মিটিংয়ের নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ভারত সফরের।

আরো কিছু লেখা