সংশোধনী নীতি

সংশোধনী নীতি

আমাদের যাচাই প্রক্রিয়ায় কোনো ভুল হয়ে থাকলে কিম্বা ফ্যাক্টচেক কন্টেন্টে কোনো ভুল তথ্য প্রকাশিত হলে আমরা অবিলম্বে এবং খোলাখুলিভাবে সেই ভুল স্বীকার ও সংশোধন করি। গবেষণার ক্ষেত্রেও কোনো ভুল পেলে বা আমাদের গোচরে আনা হলে আমরা সেটি সংশোধন করি অথবা সরাসরি ঘোষণা দিয়ে সেটিকে সরিয়ে নিই।

ডিসমিসল্যাব, রিয়েল টাইম-এ কোনো ভুল দাবিকে খণ্ডন করে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের স্বীকার করতেই হবে যে, এমনটা করতে গিয়ে কখনও কখনও আমরা ভুল করতে পারি। আমাদের কোনো কন্টেন্টে ভুল তথ্য বা ভুল সিদ্ধান্ত প্রকাশিত হলে আমরা তা সংশোধন করি; এবং সেই সংশোধনের বিষয়ে পাঠককে অবগত করতে কন্টেন্টের নীচে একটি ‘নোটিশ’ যুক্ত করি।

আমাদের সাইটে অন্য কারো লেখা বা গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হলে এবং সেটিতে ভুল পাওয়া গেলে, আমরা সেটিতেও সংশোধনের একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করি।  

আমাদের কন্টেন্টের কোনো ভুল পাঠকের চোখে ধরা পড়লে আমরা তাদের কাছ থেকে সংশোধনের অনুরোধ আশা করি এবং যথাসম্ভব দ্রুত তা সংশোধনে পদক্ষেপ গ্রহণ করি। যে কোনো ভুল সংশোধনের অনুরোধ পাঠান এই ইমেইলে: correction@dismislab.com

ওয়েবসাইটের বাইরে, আমাদের সোশ্যাল মিডিয়া পেইজ বা চ্যানেলে কন্টেন্ট পোস্ট করার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকলে সেগুলোও দ্রুত সংশোধনের চেষ্টা করি।

আমাদের সবগুলো সংশোধিত কন্টেন্ট একটি নির্দিষ্ট ওয়েবপেইজে আলাদাভাবে লিপিবদ্ধ করা হয়। ডিসমিসল্যাবের দলটি তাদের নিয়মিত সাপ্তাহিক সভায় পূর্ব-প্রকাশিত কন্টেন্টগুলোর প্রয়োজনীয় সংশোধন বা পরিমার্জন নিয়ে পর্যালোচনা করে। এখানে গেলে আমাদের সব সংশোধনী পাবেন: www.dismislab.com/corrections

কোনো বিশেষ কারণে কোনো লেখা প্রত্যাহার করা হলে প্রকাশিত সেই কন্টেন্টের URL প্রত্যাহারের কারণ আমরা পাঠককে অবগত করি। ঘোষণা ছাড়া কোনো কন্টেন্ট প্রত্যাহার করা হয় না।

সংশোধনের পদ্ধতি: 

  • গবেষণা বা কন্টেন্টের ক্ষেত্রে কোনো ভুল চোখে পড়লে বা আমাদের গোচরে আনা হলে আমরা প্রথমেই দেখি ভুলটি কোথায় এবং এর সম্ভাব্য প্রতিক্রিয়া কী। এরপর লেখা বা গবেষণাটি যিনি লিখেছেন তাকে ভুলটি সম্পর্কে জানানো হয়। যদি সংশোধন প্রয়োজন হয়, তাহলে আমরা সেই সংশোধনী যোগ করে লেখাটিকে ঠিক করি।  
  • সাধারণভাবে ভুল নিশ্চিত হওয়ার পর যত দ্রুত সম্ভব ঠিক করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যদি এক দিনের মধ্যে তথ্যগত ভুল সংশোধন না করা যায়, তাহলে পোস্টটিকে আনপাবলিশড করে রাখি। সংশোধনের পর সেটিকে সংশোধনের ঘোষণাসহ প্রকাশ করি।
  • যদি প্রকাশের পরপরই ভুল ধরা পড়ে, তবুও নীরবে সংশোধন না করে আমরা সেটি পাঠককে অবগত করি। সামাজিক মাধ্যমে ভুলের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রযোজ্য। তবে বানান ভুলের ক্ষেত্রে আমরা সংশোধনের ঘোষণা দিই না।