আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ভারতের হামলার ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার

ভারতের হামলার ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার

আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যমে একদল ব্যক্তির একটি বাড়ি ভাঙচুরের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশের ঘটনা। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, এটি বাংলাদেশের কোনো ঘটনা নয়, বরং পার্শ্ববর্তী দেশ ভারতের বেঙ্গালুরু শহরের।

ফেসবুকের একাধিক ব্যবহারকারী ১ মিনিট ২৫ সেকেন্ডের হুবহু একই ভিডিও একই দাবিতে শেয়ার (, , , ) করছেন। পোস্টের অভিন্ন বিবরণে দেশের আইনশৃঙ্খলার অবনতিকে ইঙ্গিত করে বলা হচ্ছে, “আমার এই বাংলাদেশে কোন নিরাপত্তা নেই.. আপনি যে আপনার ঘরে থাকবেন সেই নিরাপত্তাটুকু পর্যন্ত নেই.. কিভাবে এ দেশে আপনি বাঁচবেন.. ভিডিওটা ভালো করে সবাই দেখেন.. যদি সুযোগ হয় তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করুন।” একই ভিডিও পোস্ট হতে দেখা গেছে সামাজিক মাধ্যম ইউটিউবেও

ভারতের এক বাড়িতে হামলা ও ভাঙচুরের ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার - ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক

ভিডিওর শুরুতে একটি বাড়িতে (ফ্ল্যাট) কয়েকজন মানুষকে দ্রুত ঢুকে দরজা বন্ধ করে দিতে দেখা যায়। এরপর কিছু ব্যক্তি হাতে দা-লাঠি দিয়ে বাড়ির দরজা এবং জানালায় ভাঙচুর চালাচ্ছে। ভিডিওর শেষে একজন নারীকেও লাঠি দিয়ে ঘরের জানালায় আঘাত করতে দেখা যায়। আর ভিডিও চলাকালীন পুরো সময়ে এক ব্যক্তিকে এই বাংলায় কোনো নিরাপত্তা নেই, দেশে কেউ নিরাপদ নয় – এসব কথা বলতে শোনা যায়।

ভিডিওটি ভারতের বেঙ্গালুরু শহরের, বাংলাদেশের নয়।

ভিডিওটির সত্যতা যাচাইয়ে ও মূল সূত্র খোঁজ করতে কিফ্রেম সার্চ করলে “ইটিভি অন্ধ্র প্রদেশ” নামের এক ইউটিউব চ্যানেলের একটি ভিডিও সামনে আসে ডিসমিসল্যাবের। চলতি বছরের ২ মে আপলোড হওয়া এই ভিডিওটির শিরোনাম ছিল “বাড়িতে রড ও ছুড়ি দিয়ে লেডি গ্যাংয়ের হামলা | কর্ণাটকের বাড়িতে লেডি গ্যাং আক্রমণ।” এই ঘটনা সম্পর্কে আরও নিশ্চিত হতে কিওয়ার্ড সার্চ করে তেলেগু গণমাধ্যম এম৯ নিউজের একটি অনলাইন প্রতিবেদন পাওয়া যায়। ২ মে প্রকাশিত সেই প্রতিবেদনেও একই ঘটনার ছবি ব্যবহার করে এটিকে বেঙ্গালুরুর ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া বিজেপি কর্ণাটকের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও একই ভিডিও পোস্ট হতে দেখা যায় চলতি বছরের ৩ মে। 

অর্থাৎ, বাড়ি ভাঙচুরের এই ভিডিও ভারতের বেঙ্গালুরু শহরের, এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।

আরো কিছু লেখা