নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
Fact-check of the claim that NCP leader Mohammad Golam Sarwar Tushar has no published books

এনসিপি নেতা সারোয়ার তুষারের প্রকাশিত বই নেই- দাবিটি মিথ্যা

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় পেশা হিসেবে ‘লেখক’ উল্লেখ করেছেন তিনি। ফেসবুকে ছড়িয়ে পড়েছে লেখক হিসেবে পরিচয় দিলেও তার কোনো প্রকাশিত বই নেই। আওয়ামী লিগ নেতা মোহাম্মদ আলী আরাফাতের অফিশিয়াল পেজ থেকেও এ দাবির ফটোকার্ড শেয়ার করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রকাশিত অন্তত ৬টি বইয়ে লেখক হিসেবে মো. গোলাম সারোয়ার তুষারের নাম দেখা যায়। এই বইগুলোর নাম এবং বিস্তারিত তথ্য ই-কমার্স প্ল্যাটফর্ম “রকমারি” এবং বাতিঘর প্রকাশনীর ওয়েবসাইটে পাওয়া যায়।

গত ২ জানুয়ারি ফেসবুকে “দৈনিক আজকের কন্ঠ” নামের একটি পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ক্যাপশনের এক অংশে লেখা, “বই ছাড়াই ‘লেখক’ তুষার: লেখালেখি থেকে আয় দেখালেন ৩ লাখ ৪০ হাজার টাকা এক নজরে, অদ্ভুত পেশা ও আয়: পেশা হিসেবে ‘লেখক’ উল্লেখ করে বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ ৪০ হাজার টাকা, অথচ বাজারে তার কোনো প্রকাশিত বই নেই।”

ক্যাপশনে আরও লেখা, “নরসিংদী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে লড়ছেন মো. গোলাম সারোয়ার তুষার। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে ‘লেখক’ উল্লেখ করেছেন। তবে অনুসন্ধানে তার কোনো প্রকাশিত বইয়ের হদিস মেলেনি। অথচ বই বা প্রকাশনা না থাকলেও অদ্ভুতভাবে এই ‘লেখালেখি’ খাত থেকেই তিনি বছরে ৩ লাখ ৪০ হাজার টাকা আয় দেখিয়েছেন। হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সংসদ সদস্য পদপ্রার্থী হলেও গোলাম সারোয়ার তুষারের নিজস্ব কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। তার বাৎসরিক আয়ের পুরোটাই আসে কথিত লেখালেখি থেকে। একজন লেখক হিসেবে তিনি পরিচিতি দিলেও স্থানীয় ভোটার বা সাহিত্য মহলে তার কোনো বইয়ের ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। বই ছাড়াই লেখালেখি খাত থেকে এই আয়ের বিষয়টি নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।” 

গোলাম সারোয়ার তুষারের ছবি সংযুক্ত ফটোকার্ডটির ভেতরে লেখা, “বইহীন ‘লেখক’ তুষারের অদ্ভুত কাণ্ড! এইচএসসি পাস এই তুষার নেই কোনো বই, তবু ‘লেখালেখি’ থেকে আয় লাখ টাকা!” কার্ডের নিচে আজকের কণ্ঠের লোগো। এছাড়া নিচে ডানপাশে “বিস্তারিত কমেন্টে” এবং বামদিকে পেজটির ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। ফটোকার্ডটির উপরে বামে “০২ জানুয়ারি ২০২৬” লেখা রয়েছে। 

ফেসবুকে একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, ) এবং গ্রুপ (, ) পেজ থেকেও ফটোকার্ডটি একই দাবিতে পোস্ট করা হয়। 

আওয়ামী লিগ নেতা ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাতের অফিশিয়াল পেজ থেকেও প্রায় একই ধরনের একটি ফটোকার্ড পোস্ট শেয়ার দেওয়া হয়েছে। সেই কার্ডের সঙ্গে দৈনিক আজকের কন্ঠের কার্ডের অনেক কিছুই মিলে যায়। শুধু এই কার্ডে “কণ্ঠ”এর জায়গায় “কথা” লেখা। এবং উপরের লোগো, নিচের ওয়েবসাইটের লিংকগুলো ভিন্ন। আজকের কথার এই কার্ডে “বিস্তারিত কমেন্টে” লেখাটাও নেই। সাবেক এমপি পোস্টের ক্যাপশনে লিখেছেন, “বোঝেন এবার।”

ঘটনাটির সত্যতা নিশ্চিত করতে ডিসমিসল্যাব গোলাম সারোয়ার তুষারের কোনো প্রকাশিত বই আছে কিনা, তা খতিয়ে দেখে। অনলাইনভিত্তিক পণ্য কেনার ওয়েবসাইট রকমারিতে তুষারের লেখা পাঁচটি বই এর সন্ধান পাওয়া যায়। যার মধ্যে ২টি বই গোলাম সারোয়ার তুষার এবং আরেকজন লেখক, সহুল আহমদের যৌথ ভাবে লেখা। এই বই ২টির নাম হলো, “সময়ের ব্যবচ্ছেদ” এবং “মারণ-রাজনীতি”। ২০১৯ সালে সময়ের ব্যবচ্ছেদ বইটি প্রকাশ করে গ্রন্থিক প্রকাশন। আর ২০২৪ সালে মারণ-রাজনীতি বইটি প্রকাশিত হয়েছে আদর্শ প্রকাশন থেকে। বইদুটির বিষয়বস্তু বাংলাদেশের সমসাময়িক রাজনীতি।

বাকি ৩টি বই সারোয়ার তুষারের এককভাবে লেখা। একটি বই এর নাম “ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান অন্তর্বর্তী ভাবনা।” জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা এই বইটি ২০২৫ সালে গ্রন্থিক প্রকাশন থেকে প্রকাশিত হয়। অন্য একটি বই এর নাম “চিন্তার অর্কেস্ট্রা” যাতে ৫টি সাক্ষাৎকার সংকলিত হয়েছে। এই বইটি ২০২৩ সালে প্রকাশ করেছে গ্রন্থিক প্রকাশন।

আরেকটি বই এর নাম “ফিলিস্তিন একুশ শতকের উপনিবেশের ইতিহাস।” এই বইটি মধ্যপ্রাচ্যের ইতিহাস নিয়ে রচিত। ২০২৫ সালে এই বইটি প্রকাশ করেছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) । তিনটি বইয়েই লেখকের নাম হিসেবে সারোয়ার তুষার নামটি ব্যবহৃত হয়েছে।

রকমারি ছাড়াও একাধিক (, , , , ) বই বিক্রির ই-কমার্স প্ল্যাটফর্মেও গোলাম সারোয়ার তুষারের লেখা বই এর সন্ধান পাওয়া যায়। এছাড়া গ্রন্থিক প্রকাশন থেকে প্রকাশিত ৩টি বই প্রকাশনীটির ওয়েবসাইটে পাওয়া যায়। 

এছাড়া ম্যাজিক লন্ঠন প্রকাশনী থেকে প্রকাশিত সারোয়ার তুষারের আরেকটি বই পাওয়া যায়। সাম্প্রদায়িকতা, ক্ষমতা ও রাজনৈতিকতা নামের বইটি সহুল আহমেদের সঙ্গে যৌথভাবে লেখা। এ বইটিতে সাম্প্রদায়িকতা কীভাবে রাজনীতির কৌশল হয়ে ওঠে সে বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে।

অর্থাৎ, গোলাম সারোয়ার তুষারের প্রকাশিত বই নেই, দাবিটি সত্য নয়। 

প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র ও হলফনামা দাখিল করেন এনসিপি নেতা গোলাম সারোয়ার তুষার। নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। গত ১ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

আরো কিছু লেখা