তৌহিদুল ইসলাম রাসো

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ড. ইউনূসকে নিয়ে রাশিয়ার আপত্তি; ভিত্তিহীন বলছে দূতাবাস

ড. ইউনূসকে নিয়ে রাশিয়ার আপত্তি; ভিত্তিহীন বলছে দূতাবাস

তৌহিদুল ইসলাম রাসো

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাশিয়া নিয়ে একটি ভুয়া দাবি সম্প্রতি ছড়াতে দেখা গেছে সামাজিক মাধ্যমে, যেখানে রাশিয়ার গণমাধ্যমের বরাতে বলা হচ্ছে জাতিসংঘে শেখ হাসিনা সরকারের বৈধ পদত্যাগপত্র জমা দিতে না পারায় ড. ইউনূসকে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই হুমকিকে সমর্থন করেছে চীনের প্রেসিডেন্ট পার্লামেন্ট। তবে ড. ইউনূসকে নিয়ে রাশিয়ার এই আপত্তির খবরটি ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশে অবস্থিত রাশিয়া দূতাবাস কর্তৃপক্ষ।

একাধিক ফেসবুক পোস্টে (, , ) একই ছবি শেয়ার করে হুবহু একই ক্যাপশনে দাবিটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, “#এইমাত্র_পাওয়া_খবর #রাশিয়ার পত্রিকা প্রকাশিত খবর অনুযায়ী জাতিসংঘে  শেখ হাসিনা সরকারের বৈধ পদত্যাগ পত্র জমা দিতে পারিনি বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস। অধিবেশনে না যাওয়ার হুমকি দেন রাশিয়া প্রেসিডেন্ট পুতিন, পাশাপাশি প্রেসিডেন্ট পুতিনের হুমকি কে সমর্থন করেছে চীনের প্রেসিডেন্ট পার্লামেন্ট, ভারত প্রেসিডেন্ট পার্লামেন্ট।” 

এছাড়া এক্সেও (সাবেক টুইটার) একই দাবিতে ভিন্ন ছবি যুক্ত করে এই ভুয়া দাবিটি শেয়ার করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটির সত্যতা নিশ্চিত করতে বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। এ সম্পর্কে দূতাবাসের প্রেস সচিব মিস ইয়েভগেনিয়া কোনারেভা বলেন, “এটি একটি ভুয়া খবর।” অর্থাৎ, ড. ইউনূসের জাতিসংঘে যোগ দেওয়া নিয়ে রাশিয়ার আপত্তির খবরটি অসত্য।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হবার পর গত ২৭ আগস্ট রাশিয়ার রাষ্ট্রদূত এই অর্থনীতিবিদকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানান। দূতাবাস থেকে আরও বলা হয়, দুই দেশের বন্ধুত্বের চেতনা থেকেই যৌথভাবে কাজ করবেন তারা। আন্তর্জাতিক পরিসরে ঢাকার প্রতি মস্কোর সমর্থন থাকবে বলেও জানা যায় সেখানে।

আরো কিছু লেখা