সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
বালু উত্তোলনের সময় জামায়াত নেতারা ধাওয়া খেয়েছেন চট্টগ্রামে ফ্যাক্টচেক

বালু উত্তোলনের সময় জামায়াত নেতারা ধাওয়া খেয়েছেন চট্টগ্রামে, ছড়াচ্ছে নরসিংদীর ভিন্ন ঘটনার ভিডিও

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলন করে কৃষিজমি ভরাট করতে চেয়েছিলেন জামায়াত নেতারা। এতে ক্ষিপ্ত হয়ে মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করেছে গ্রামবাসী। ফেসবুকে এমনই এক দাবিতে একটি ভিডিও ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ভিডিওটি নরসিংদীর। গত ৮ নভেম্বর খেয়াঘাটের অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে নরসিংদীর চরাঞ্চল চরদিঘলদীতে মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের টেঁটাযুদ্ধের ঘটনার দৃশ্য এটি।

গত ২৫ নভেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “চট্টগ্রাম সী’তা’কু’ণ্ড বালু উ’ত্তো’ল’ন করে ভরাট, মাইকে ঘোষণা দিয়ে জা’মা’য়া’ত নেতাদের ধা/ও/য়া করলেন গ্রামবাসী..”- এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে এক লক্ষের বেশিবার। ৯০০ বারের বেশি শেয়ারও করা হয়েছে।

ফেসবুকের বেশকিছু ব্যক্তিগত প্রোফাইল, পেজ এবং গ্রুপ (,,,,,, ,) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর ভেতরে লেখা, “সীতাকুণ্ড বালু উত্তোলন করে ভরাট,মাইকে ঘোষণা দিয়ে জা’মা’য়া’ত নেতাদের ধা-ও-য়া করলেন গ্রামবাসী।” ১৪ সেকেন্ডের সেই ভিডিওতে দিনের একটি দৃশ্য দেখা যায়। সেখানে একটি বিস্তৃত জমিতে লাঠি সদৃশ বস্তু হাতে নিয়ে অনেক মানুষ দৌঁড়াচ্ছেন। অডিওতে লোকজনের অস্পষ্ট চিৎকার শোনা যাচ্ছে। এক ব্যক্তি ক্যামেরার পেছন থেকে কাউকে আটকানোর কথা বলছেন।

ভিডিওর সূত্র যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদমাধ্যম যমুনা টিভির ইউটিউবে প্রকাশিত গত ৮ নভেম্বরের একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। বিবরণে লেখা, “নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের টেঁটাযুদ্ধ, আহত ১৫ |” ৫০ সেকেন্ডের ভিডিওটির প্রথম ১৪ সেকেন্ডের সাথে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যপটের হুবহু মিল পাওয়া যায়। 

এ ঘটনা নিয়ে অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। দেখা যায়, একই ঘটনা নিয়ে একাধিক গণমাধ্যমে অনলাইন (,,,) ও ভিডিও (,,,) প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, নরসিংদীতে গত ৮ নভেম্বর খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় করার জের ধরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে ঘটনা ঘটে। এতে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। সেদিন সকালে সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে গত ৮ নভেম্বর নরসিংদীর ভিন্ন ঘটনায় টেঁটা সংঘর্ষের একটি দৃশ্য ,যার সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত নেতাদের গ্রামবাসীর ধাওয়া দেওয়ার কোনো সম্পর্ক নয়।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে ড্রেজার মেশিন লাগিয়ে উৎপাদিত ফসলের জমিতে বালু ভরাটের কাজ শুরু করলে, গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করে। এতে পালিয়ে যেতে বাধ্য হন জামায়াত নেতারা।

আরো কিছু লেখা