
ফেসবুকে একাত্তর টিভির লোগো যুক্ত একটি ফটোকার্ড ছড়িয়েছে। সেখানে দাবি করা হয়েছে, প্রচারণার প্রথম দিন অর্থাৎ ২২ জানুয়ারি ফুলবাড়িয়ায় জামায়াত ও তাদের জোটের সমর্থকদের মাঝে হাতাহাতি হয়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড একাত্তর টিভি প্রকাশ করেনি।
ফেসবুকে একটি পেজ থেকে গত ২২ জানুয়ারি একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “প্রথম দিনেই এই অবস্থা!” পোস্টে একটি ফটোকার্ড দেখা যায়। ফটোকার্ডের ছবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো দেখা যায়। লোগোর ব্যাকগ্রাউন্ডে আরেকটি ছবি। সেখানে লাঠি ও বাংলাদেশের পতাকা হাতে কিছু মানুষকে দেখা যাচ্ছে। কয়েকজনের মাথায় হেলমেট। ফটোকার্ডের শিরোনামে লেখা, “ফুলবাড়িয়ায় জামায়াত ও জোটের সমর্থকদের মাঝে হাতাহাতি”। বাড়তি তথ্য হিসেবে লেখা, “প্রচারণার প্রথম দিন”।

ফটোকার্ডের মাঝামাঝি একাত্তর টিভির লোগো দেওয়া। বামপাশে তারিখ হিসেবে, “২২ জানুয়ারি, ২০২৬” উল্লেখ করা। নিচে বামে একাত্তর টিভির লোগো। এরপর ওয়েবসাইট, এক্স অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলের ঠিকানা দেওয়া আছে। সর্বডানে ফেসবুক পেজের ঠিকানা দেওয়া আছে। ফটোকার্ডটিতে সাদা এবং হলুদ রঙের ফন্ট ব্যবহার করা হয়েছে। একাত্তর টিভির ফেসবুক পেজ থেকে পোস্ট করা সব ফটোকার্ডে এমনটাই দেখা যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটিতে ১৭৪টি প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টটি ৫ বার শেয়ার করা হয়েছে, ব্যবহারকারীদের মন্তব্য রয়েছে ৫৯টি।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে একাত্তর টিভির অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে প্রকাশিত ২২ জানুয়ারির সকল ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। একাত্তর টিভির অনলাইন সম্পাদক ও হেড অব আউটপুট আরিফ রহমান শিবলী ডিসমিসল্যাবকে জানিয়েছে, “নিশ্চিতভাবেই এটি আমাদের নয়। কার্ডের ডিজাইনের উপর ফটোশপ করা হয়েছে। এ ধরনের খবরও আমাদের কোথাও যায়নি।”
অর্থাৎ, একাত্তর টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। ফুলবাড়িয়ায় জামায়াত ও জোটের সমর্থকদের মাঝে হাতাহাতির দাবিতে কোনো ফটোকার্ড একাত্তর টিভি প্রকাশ করেনি।