নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
ভ্লাদিমির পুতিনের পোস্টের দাবিতে ছড়াচ্ছে ব্রিকসের নমুনা মুদ্রার ছবি

ভ্লাদিমির পুতিনের পোস্টের দাবিতে ছড়াচ্ছে ব্রিকসের নমুনা মুদ্রার ছবি

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার এক্স অ্যাকাউন্ট থেকে আন্তর্জাতিক সংস্থা ব্রিকসের সম্ভাব্য মুদ্রার ছবি প্রকাশ করেছে দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট হতে দেখা গেছে গত ১০ আগস্টে। ব্রিকসের সদস্য রাষ্ট্র সহ বিভিন্ন দেশের পতাকা যুক্ত একটি নোটের ছবিও পোস্টের সাথে যুক্ত থাকতে দেখা যায়। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, পুতিনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট করা হয়নি এবং মুদ্রাটিও একটি নমুনা বা স্মারক নোট।

গত ৮ আগস্ট ভ্লাদিমির পুতিন নিউজ নামের একটি এক্স অ্যাকাউন্ট ব্রিকসের সম্ভাব্য মুদ্রার ছবি প্রকাশ করে। এই পোস্টের পরে বাংলাদেশের সামাজিকমাধ্যমে এই দাবি ছড়িয়ে পড়ে। বেঙ্গল এম্পায়ার ৭১ নামের প্রোফাইল থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “B’RICS এর সম্ভাব‍্য মূদ্রার ছবি প্রকাশ করেছে রা’শিয়ার প্রেসিডেন্ট ভ্লা’দিমির পু’তিন। তার X আ‍্যকাউন্টে ছবিটি প্রকাশ করেন পু’তিন। ইউরো যেমন ড’লারের পা’ছায় একটা লা/থি দিয়েছিল, তেমনি আরেকটা লা/থি পড়বে ব্রিকস্ যেদিন মূদ্রা চালু করবে। এশিয়া-আফ্রিকা-দক্ষিন আমেরিকা এই তিনটি মহাদেশের অসংখ‍্য দেশ ব্রিকসে্র মধ‍্যে আসতে শুরু করবে এবং বিশ্ব ডলার-ইউরো-ব্রিকস্ এই তিনটি মূদ্রায় লেনদেন করবে। মূদ্রায় বাংলাদেশের পতাকার ছবিও আছে, যা শেখ হাসিনার একক অবদান।”

ভ্লাদিমির পুতিন ব্রিকসের মুদ্রা প্রকাশ করেননি

ফেসবুকে বেশ কয়েকজন ব্যবহারকারীকে ব্রিকসের সম্ভাব্য মুদ্রার ছবি (, , ) যুক্ত করে একই দাবি করতে দেখা যায়।

এটি ভ্লাদিমির পুতিনের প্যারডি এক্স অ্যাকাউন্ট

‘ভ্লাদিমির পুতিন নিউজ’ সম্পর্কে যাচাই করতে গেলে দেখা যায় অ্যাকাউন্টটির বায়োতে লেখা, “আসল পুতিনের সাথে সংশ্লিষ্ট নয়|ফ্যান পেজ”। ২০১৮ সালে বিবিসির প্রকাশিত একটি প্রতিবেদনে ভ্লাদিমির পুতিনের যে অফিসিয়াল টুইটার (বর্তমানে এক্স) অ্যাকাউন্টের উল্লেখ পাওয়া যায় সেই অ্যাকাউন্টে সর্বশেষ পোস্ট হয় ২০২২ সালে মার্চ ১২ তারিখে এবং এই অ্যাকাউন্টে এই নোট সংক্রান্ত কোন পোস্ট পাওয়া যায়নি।

রাশিয়ার প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট

নোটের সূত্র যাচাই করতে গেলে ডিসমিসল্যাবের সামনে আসে ২০২৪ সালের অক্টোবরের  ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদন। প্রতিবেদনটিতে বলা হয়, “রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে একটি প্রতীকী ব্রিকস ব্যাংকনোট উন্মোচিত হয়, যা বৈশ্বিক অর্থনীতিকে নতুন রূপ বিষয়ক আলোচনার সূত্রপাত করে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার পতাকা সম্বলিত এই ব্যাংকনোটটি আন্তঃসীমান্ত লেনদেনে মার্কিন ডলারের বিকল্প অন্বেষণের জন্য এই দেশগুলোর সম্মিলিত উচ্চাকাঙ্ক্ষার প্রতীক।” ব্রিকসের একজন অফিসিয়াল ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে এই বিষয়ে নিশ্চিত করে বলেন, “রাশিয়ার কাজান শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন যে মুদ্রাটি ধরছেন তা একজন উৎসাহী দ্বারা তার কাছে উপস্থাপিত একটি ব্রিকস বিলের নমুনা, যা অফিসিয়িয়ালি গৃহীত কোন ব্রিকস নোট নয়।”

ফাইনান্সিয়াল এক্সপ্রেস-এর সংবাদ প্রতিবেদন

২০২৪ সালের অক্টোবরে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান নিউজচেকার নোটটিকে প্রতীকী নমুনা হিসেবে উল্লেখ করেছে। নিউজচেকারের প্রতিবেদনে রাশিয়ার একটি সংবাদমাধ্যমের সূত্র ধরে বলা হয় এই নোটের ধারণাটি আসে দানবীর ও উদ্যোক্তা ইভজেনি ফেদোরভের পক্ষ থেকে।

এছাড়া, ২০২৪ সালের নভেম্বরের অল্ট নিউজ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিকসের যৌথ নোট আনুষ্ঠানিকভাবে চালুর দাবি মিথ্যা। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিটি কেবল রুশ প্রেসিডেন্ট পুতিনকে প্রদর্শিত একটি মুদ্রার নমুনা (মক-আপ), এটি কোনো সরকারি নোট নয়। ২০২৫ সালের জানুয়ারিতে আনাদোলু অ্যাজেন্সী (এএ) এর প্রতিবেদনে উঠে আসে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ব্রিকস দেশগুলো যৌথ মুদ্রা তৈরির বিষয়ে কোনো আলোচনা করছে না। তিনি বলেন, “যৌথ ব্রিকস মুদ্রা প্রতিষ্ঠার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এখনো হচ্ছে না। এর পরিবর্তে ব্রিকস পারস্পরিক বিনিয়োগ ও তৃতীয় দেশগুলোতে প্রকল্প বাস্তবায়ন সহজ করতে নতুন যৌথ বিনিয়োগ প্ল্যাটফর্ম উন্নয়নে মনোযোগ দিচ্ছে।”

নিউজচেকার ও অল্ট নিউজ-এর ফ্যাক্টচেক প্রতিবেদন

ব্রিকস নোট নিয়ে অনলাইনে এমন ভুয়া দাবি এবারই প্রথম নয়। এর আগে ২০২৪ সালে ভারতের সামাজিকমাধ্যমে একই ধরনের ব্রিকস প্রতীকী স্মারক নোট ছড়াতে দেখা গেছে। এই দাবি ছড়িয়ে পড়লে ২০২৪ সালের অক্টোবরে ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পিআইবি ফ্যাক্ট চেক দাবিটি তখন খণ্ডন করে। স্মারক নোট ছাপানোর ধারণাটি নতুন নয়। ২০২৩ সালের ৬ সেপ্টেম্বরে প্রকাশিত রাশিয়ান নিউজ এজেন্সি এর প্রকাশিত একটি প্রতিবেদনে ইরানীয় সংবাদ সংস্থা-ইরনার বরাতে বলা হয়, “রাশিয়ার দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইলিয়া রোগাচেভ সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক মিশনের প্রধান মাহাশ সাঈদ আলহামেলিকে ব্রিকস একক মুদ্রার ১০০ ইউনিট মূল্যের প্রতীকী ব্যাংকনোট উপহার দিয়েছেন।”

আরো কিছু লেখা