ফাতেমা তাবাসুম

ফেলো, ডিসমিসল্যাব

ফাতেমা তাবাসুম

ফেলো, ডিসমিসল্যাব

ঢাকা শহরের ফল বিক্রেতার একটি ছবি আশির দশকে নাকি ২০০৮ সালে তোলা, তা নিয়ে এই ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল ডিসমিসল্যাব। সেখানে বলা হয়েছিল যে, ছবিটি ২০০৮ সালে তোলা। ডিসমিসল্যাবের প্রতিবেদনের ভিত্তি ছিল ওপেস সোর্স তথ্য, যা দুটি আলাদা উৎস দিয়ে যাচাই করা হয়। স্টক ছবির ওয়েবসাইট, অ্যালামি এবং রবার্ট হার্ডিং ডট কম-এ ছবিটি তোলার তারিখ উল্লেখ করা হয়েছিল ২০০৮ সালের ফেব্রুয়ারি।

পরবর্তীতে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র-এর প্রতিষ্ঠাতা গিরিধর দে এই ছবি যাচাইয়ের ব্যাপারে আপত্তি জানিয়ে ডিসমিসল্যাবের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফটোগ্রাফারের সঙ্গে যোগাযোগের একটি ইমেইল স্ক্রিনশট পাঠান যেখানে ফটোগ্রাফার বলেছেন, ছবিটি ১৯৮৩ সালের ডিসেম্বরের। এই ইমেইল ও নিজেদের পর্যবেক্ষণের ভিত্তিতে ফ্যাক্টচেকটি সরিয়ে নেয়া হলো।

আরো কিছু লেখা