
সংবাদমাধ্যম দৈনিক কালবেলার লোগো দেখা যায় এমন একটি ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। সে ফটোকার্ডে আসন্ন সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জাতিসংঘের ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে। এবং এ ব্যাপারে একটি জরিপ চালিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড কালবেলা প্রকাশ করেনি।
ফেসবুকে “ব্যারিস্টার সুমন” নামের একটি পেজ থেকে গত ২৪ জানুয়ারি একটি ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “জাতিসংঘ বলছে, জনগণ চাইলে আওয়ামী লীগ আবার নির্বাচনে ফিরতে পারে। আপনি কী চান? ১/ চাই ২/ চাই না।” ফটোকার্ডের ভেতরেও একই বক্তব্য লেখা। জাতীয় সংসদের ছবি ও নির্বাচন কমিশনের লোগো দেখা যাচ্ছে। ছবির নিচ দিকে লেখা, “জাতীয় সংসদ নির্বাচন।”

ফটোকার্ডের উপরে বামে কালবেলার লোগো, ডানে তারিখ হিসেবে “২৪ জানুয়ারি ২০২৬” উল্লেখ করা। ফটোকার্ডের নিচে মাঝামাঝি লেখা “নিউজ লিংক কমেন্টে।” এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটিতে ২৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। ২৮৭ বার শেয়ার করা হয়েছে পোস্টটি। ব্যবহারকারীদের মন্তব্য রয়েছে ২০ হাজার ৪০০ বারের বেশি। মন্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, অনেকেই জরিপটিকে সত্য বলে ধরে নিয়েছেন এবং নিজের মতামত দিয়েছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “বাংলাদেশ সর্বনিম্ন ৫০ % মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়।” আরেকজন মন্তব্য করেছেন, “চাই শুধু আমি না,বাংলাদেশের অগণিত সাধারণ মানুষ চাই আওয়ামী’লীগ কে।”
ফেসবুকের একাধিক পেজ এবং গ্রুপ থেকে একই দাবিতে ফটোকার্ডটি শেয়ার করা হয়।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে কালবেলার অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এর ২৪ জানুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির সহকারী নিউজ এডিটর সাঈদ আল হাসান শিমুল ডিসমিসল্যাবকে নিশ্চিত করে বলেন, “এই ধরনের কোনো পোল আমরা করিনি। আর জাতিসংঘও এমন বক্তব্য দেয়নি।”
এছাড়া সংশ্লিষ্ট কিওয়ার্ড সার্চ দিয়ে বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের এ ধরনের কোনো বক্তব্য বা সংবাদ প্রতিবেদন পাওয়া যায় না।
অর্থাৎ, কালবেলার নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। আওয়ামী লীগ নির্বাচনে ফেরার ব্যাপারে মতামত জানতে চেয়ে কোনো জরিপ আয়োজন বা এ সংক্রান্ত কোনো ফটোকার্ড কালবেলা প্রকাশ করেনি।