ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check of a fake Ekattor TV photocard falsely claiming that a Jagannath University Chhatra Dal leader was arrested for ballot box snatching during the JnU student election.

জবি ছাত্রদল নেতার ব্যালট বাক্স ছিনতাইয়ের দাবি একাত্তর টিভির নামে ভুয়া ফটোকার্ডে

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যালট বাক্স ছিনতাই এর অভিযোগ উঠেছে। আটক ছাত্রদল নেতার দাবি উপরের নির্দেশে এ কাজ করেছে। ফেসবুকে একাত্তর টিভির লোগোযুক্ত ছড়ানো একটি ফটোকার্ডে এমন বার্তা দেখা গেছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এ ধরনের কোনো ফটোকার্ড একাত্তর টিভি প্রকাশ করেনি।

ফেসবুকে একটি গ্রুপ থেকে আজ ৭ জানুয়ারি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। কার্ডে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ছবি দেওয়া, ক্যাপশনে লেখা হয়েছে, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের ব্যালট বাক্স ছিনতাই করলো জবি ছাত্রদল নেতা।” ফটোকার্ডের ভেতরে লেখা, “জকসু নির্বাচন-২০২৬, জবি-তে ব্যালট বাক্স চিন্তাই এর অভিযোগ উঠেছে জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে, আটক ছাত্রদল নেতা বললো উপরের নির্দেশ” (বানান অপরিবর্তিত)। 

ফটোকার্ডের মাঝামাঝি একাত্তর টিভির লোগো দেওয়া। বামপাশে তারিখ হিসেবে, “৭ জানুয়ারি, ২০২৬” উল্লেখ করা। কার্ডের নিচে একাত্তর টিভির ওয়েবসাইটের ঠিকানা, এক্স অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেলের লিংক এবং ফেসবুক পেজ দেওয়া আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ২২ বার শেয়ার করা হয়েছে, প্রতিক্রিয়া দেখানো হয়েছে ১২টি।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , ) থেকেও একই দাবিতে ফটোকার্ডটি শেয়ার করা হয়।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে একাত্তর টিভি এর অফিশিয়াল ফেসবুক পেজের ৭ জানুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। তবে একই ছবি ব্যবহার করে “জকসু নির্বাচন-২০২৬, ১১ কেন্দ্রের ফলে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস পদে শিবির” লেখা একটি ফটোকার্ড প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। 

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। একাত্তর টিভির অনলাইন সম্পাদক ও হেড অব আউটপুট আরিফ রহমান শিবলী ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছেন এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন প্রকাশ হয়নি। 

অর্থাৎ, একাত্তর টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। “জকসু নির্বাচন-২০২৬, জবি-তে ব্যালট বাক্স চিন্তাই এর অভিযোগ উঠেছে জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে, আটক ছাত্রদল নেতা বললো উপরের নির্দেশ” লেখা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ছবি সম্বলিত কোনো ফটোকার্ড একাত্তর টিভি প্রকাশ করেনি।

আরো কিছু লেখা