ফাতেমা তাবাসুম

ফেলো, ডিসমিসল্যাব
“কোকের মোড়ক পাল্টে প্রতারণা” দাবিতে চীনা কোম্পানির ভিডিও
This article is more than 4 months old

“কোকের মোড়ক পাল্টে প্রতারণা” দাবিতে চীনা কোম্পানির ভিডিও

ফাতেমা তাবাসুম

ফেলো, ডিসমিসল্যাব

কোকাকোলা ও পেপসির মোড়ক পাল্টে দেওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে সম্প্রতি চোখে পড়ছে। দাবি করা হচ্ছে, “লোগো পরিবর্তন” করে পানীয়টি বাজারে চালানোর চেষ্টা চলছে। ডিসমিসল্যাবের যাচাইয়ে বেরিয়ে আসে, দৃশ্যটি বাংলাদেশের নয় এবং কোক বা পেপসির মোড়কও পাল্টানোর দাবিটি পুরোপুরি অসত্য। ভিডিওটি একটি চীনা কোম্পানির, যারা লেবেলিং বা মোড়ক তৈরির নানা জাতীয় মেশিন তৈরি করে থাকে। চীনা এ প্রতিষ্ঠানের মুখপাত্র ডিসমিসল্যাবকে জানিয়েছেন, মোড়ক বদলের দৃশ্যটি তাদের পরীক্ষামূলক কাজ এবং যার একটি ভিডিও তারা টিকটকে প্রকাশ করেন প্রচারের উদ্দেশ্যে।

কোকাকোলা ও পেপসি ব্যবসায়িক স্বার্থে মোড়ক পরিবর্তন করছে এমন দাবি খুঁজে পাওয়া যায় বিভিন্ন ফেসবুক পেজ (, )  ও ব্যবহারকারীর প্রোফাইলে (, , , )। “পেপসি কোলার নতুন প্রতারণা” এবং “দেখুন লোগো পরিবর্তন করে চালানোর চেষ্টা “বয়কট কোকাকোলা”” এই দুই শিরোনামে ১৩ জুলাই থেকে  ফেসবুকে পোস্ট শেয়ার হতে দেখা যাচ্ছে। এছাড়াও একই দাবিতে ইউটিউব ও টিকটকেও এই ভিডিও ক্লিপটি খুঁজে পায় ডিসমিসল্যাব। ভিডিওতে দেখা যায়, একটি স্বয়ংক্রিয় মেশিনে গোলাকার কিছু ক্যানের গায়ে লেবেল বসানো হচ্ছে। কয়েকটি ক্যানে ‘পেপসি’ লেখা চোখে পড়ে। একাধিক লাল ক্যান থাকলেও কোনো লোগো দেখা যায়নি।

 “নতুন প্রতারণা” দাবিতে শেয়ার করা একটি ভিডিওতে প্রায় ১৫ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিওটি দেখা হয়েছে ৩৩ লাখ বার। ভিডিওতে একজন ব্যবহারকারীকে মন্তব্য করতে দেখা যায়: “এর গায়ে কভার দেওয়া হচ্ছে। তাই এরকম অন্য কোন পণ্য কিনতে গেলে গায়ের কভারটা খুলে নিশ্চিত হতে হবে কি কিনছেন। কোন রকম চালাকি বা প্রতারণা করা হলে শক্তভাবে দোকানদারকে ধরবেন। দেখবেন এরকম পণ্য দোকানদার বিক্রি বন্ধ করে দিয়েছে।” আরেক ব্যবহারকারী মন্তব্য করেন: “আমাদের দেশের ছেলেরা ইহুদিদের কোক পেপসি সেবেনআপ জেনে শুনে আরো বেশি করে খায়, আল্লাহ আমাদের সবাইকে হ্যদায়েত দান করুন আমিন।” এছাড়াও এ প্রতিবেদনটি তৈরি পর্যন্ত, আরও ৪২৫টি মন্তব্য ছিল একই ভিডিওটিতে। 

লোগো পরিবর্তন করে কোকাকোলা ও পেপসি চালানোর চেষ্টা চলছে- এমন দাবিতে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওরিলে প্রতিক্রিয়া জানিয়েছেন ৪২ হাজারের বেশি ব্যবহারকারী। রিলে এক ব্যক্তির একটি ভিডিও পাশপাশি জোড়া লাগানো হয়েছে। ভিডিওতে একজনকে বাংলায় বলতে শোনা যায়, “কোকাকোলা ও পেপসি বয়কট করার কারনে তারা এখন লোগো পরিবর্তন করে অন্যদেশের লোগো বসিয়ে দেখুন বাজারজাত করতেছে বেশি বেশি ভিডিওতে শেয়ার করুন।” দেখা যায় এখন পর্যন্ত ভিডিওটি ৪২ হাজারের বেশি সংখ্যক বার শেয়ার হয়েছে। 

রিভার্স ইমেজ সার্চের সাহায্যে ভিডিওটির কিফ্রেম ধরে অনুসন্ধান চালিয়ে ডিসমিসল্যাব একই ভিডিও একটি টিকটক অ্যাকাউন্টে পায়, যা গত ১০ জুলাই শেয়ার হয়েছে। ক্যাপশনে জানানো হয় যে, এটি পানীয়ে বোতলের গায়ে মোড়ক বসানোর স্বয়ংক্রিয় মেশিন; এছাড়াও লেখা ছিল #সিএলেবেলিংমেশিন। অ্যাকাউন্টের ইউজার আইডি @রিশেং১৬৮, এবং ব্যবহারকারী নাম হিসেবে খুঁজে পাওয়া যায় রিশেং_প্যাকেজিংমেশিন নামটি। অ্যাকাউন্টের বিবরণে বলা আছে, “১০ বছরের প্রফেশনাল লেবেলিং মেশিন, ফিলিং মেশিন প্রস্তুতকারক।” একই আইডিতে এধরণের মেশিনের কার্যক্ষমতা পরীক্ষার অনেক ভিডিও (, , ) খুঁজে পাওয়া যায়, যা গোলাকার-বোতল জাতীয় পণ্যের গায়ের মোড়ক তৈরি এবং বসানোর কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করে থাকে। 

কীওয়ার্ড সার্চে রাইজ রিশেং নামের একটি চীনা লেবেলিং মেশিন প্রস্তুতকারক কোম্পানি গুয়াংঝো রিশেং মেশিনারি কোং লিমিটেড–এর ওয়েবসাইট খুঁজে পায় ডিসমিসল্যাব। ওয়েবসাইটে তাদের একটি ইউটিউব চ্যানেলের লিংকও রয়েছে। ডিসমিসল্যাব ওয়েবসাইট থেকে তাদের যোগাযোগ নাম্বার সংগ্রহ করে। 

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র ডিসমিসল্যাবকে জানান, “এই ভিডিওটি একটি লেবেলিং টেস্টের”, এবং টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি তারাই প্রচারের উদ্দেশ্যে প্রকাশ করেছেন। 

ডিসমিসল্যাবের সঙ্গে মূল ভিডিওটি শেয়ার করে তিনি জানান, “ভিডিওতে দৃশ্যমান পানীয়ের ক্যানগুলো স্থানীয় দোকান থেকে কেনা। এগুলোর গায়ে লেবেল বসিয়ে দেখা হচ্ছিল তাদের মেশিনটি কেমন কাজ করে।” তারা ডিসমিসল্যাবকে অরিজিনাল ভিডিওক্লিপটি এবং একই সাথে একই মেশিনে একই ধরণের বোতলে ভিন্ন লেবেল বসানোর আরও একটি ভিডিও পাঠিয়ে নিশ্চিত করেন, ছড়ানো দাবিগুলো ভুয়া। 

মুখপাত্রটি আরো জানান, এই ঘটনার সঙ্গে কোকাকোলার বাজারজাতকরণ বা লোগো পরিবর্তন, কিংবা নতুন মোড়ক তৈরির কোনো সম্পর্ক নেই। তিনি মনে করেন, সোশ্যাল মিডিয়ার ঘটনাগুলোতে তাদের লেবেলিং মেশিনের ভিডিওর “বিদ্বেষপূর্ণ” অপব্যবহার হয়েছে।

ওয়েবসাইটের তথ্য অনুসারে, গুয়াংঝো রিশেং মেশিনারি কোং লিমিটেড প্যাকেজিং মেশিনারিজ তৈরি এবং বিক্রির কাজ করে থাকে। তাদের উৎপাদিত যন্ত্রপাতির মধ্যে আছে লেবেলিং মেশিন, ফিলিং মেশিন, ক্যাপিং মেশিন, ফেসিয়াল মাস্ক মেশিন, সাবান প্যাকেজিং মেশিন, অ্যালকোহল ওয়াইপস প্যাকেজিং মেশিন এবং অন্যান্য সিরিজের পণ্য উৎপাদন ও বিক্রি

গত বছরের অক্টোবরে গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কটের প্রচারণা চলছে। কোকাকোলাকে ইসরায়েলি পণ্য বিবেচনা করে অনেকে তা বর্জন করার আহ্বান জানাচ্ছেন, বলছে বিবিসি। এই সময়ে কোকাকোলা সম্পর্কিত নানা ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটছে, যা বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিবেদনে আসছে। যেমন, বয়কটের মুখে কোকাকোলার মোড়ক পরিবর্তন, কিংবা মজার ছলে কোকাকোলা নিয়ে ছড়ানো ভুয়া তথ্য, কিংবা কোকাকোলার লোগো থাকার কারণে দোকান ভাঙচুরের দৃশ্য দাবিতে ভুল ভিডিও প্রচার প্রভৃতি।

আরো কিছু লেখা