সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
মাদকসহ আটক রংপুরে, চৌদ্দগ্রামের জামায়াত ও বিএনপির নেতা বলে পাল্টাপাল্টি দাবি

মাদকসহ আটক রংপুরে, চৌদ্দগ্রামের জামায়াত ও বিএনপির নেতা বলে পাল্টাপাল্টি দাবি

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরাতে ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে একজন আটক হয়েছে এমন দাবিতে একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। আটক ব্যক্তিকে কেউ বিএনপি আবার কেউ জামায়াত নেতা বলে দাবি করছে। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিতে থাকা ব্যক্তিকে ২০২৩ সালের ২৫ আগস্ট ট্যাপেন্টাডল নামের মাদকসহ রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ আটক করেছিল। 

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৬ ডিসেম্বর একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবির নিচে লেখা, “চৌদ্দগ্রাম উপজেলা আলকরাতে জামায়াত নেতা ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক।” ছবির উপরে ‘ঢাকা ভয়েস ২৪’ এর লোগো দেওয়া আছে। একাধিক প্রোফাইল (, , , , ) থেকে একই দাবিতে ছবিটি ছড়িয়ে পড়ে।

অন্যদিকে ৭ ডিসেম্বর ফেসবুকের আরেকটি আইডি থেকে একই ছবিটি ছড়িয়ে বিবরণে লেখা, “চৌদ্দগ্রাম উপজেলা আলকরাতে বিএনপি নেতা ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক।” উভয় ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির দুইপাশে ডিবি পুলিশের পোশাক পরা দুইজন দাঁড়িয়ে আছে। সামনের টেবিলে অনেকগুলো ট্যাবলেট সদৃশ বস্তু প্যাকেটে রাখা আছে। 

সূত্র যাচাইয়ে, রিভার্স ইমেজ সার্চ করলে মোঃ বেলায়েত হোসেন বাবু নামের ফেসবুকের একটি প্রোফাইল থেকে ২০২৩ সালের ২৫ আগস্ট পোস্ট হওয়া একটি ছবি খুঁজে পায় ডিসমিসল্যাব। পোস্ট অনুযায়ী, রংপুরে ইয়াবার থেকেও ভয়ংকর মাদক উদ্ধার করেছে ডিবি পুলিশ। ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাদশা আলম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। এবং রংপুর জেলা ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে নাসির হোসেন নামে এক কারবারিকে। এই পোস্টের ছবির সাথে ছড়িয়ে পড়া ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

ঘটনাটি নিয়ে অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। যাচাইয়ে দেখা যায়, একাধিক সংবাদমাধ্যম (, ) ও  অনলাইন প্লাটফর্মে (, ) ঘটনাটি নিয়ে সেই সময় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সময় টিভির প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২৫ আগস্ট রংপুরে ইয়াবার চেয়েও ভয়ংকর মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ বাদশা আলম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।

২৫ আগস্ট বিকেলে ডিবি কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হারাগাছের চিলমন পূর্ব পাড়া এলাকায় বাদশা আলমের বাড়ির গোয়ালঘর থেকে নিষিদ্ধ ৫০০ পিস মাদক ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।

তবে, কোনো সংবাদ প্রতিবেদনে গ্রেপ্তার ব্যক্তির রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি।

অর্থাৎ, চৌদ্দগ্রাম উপজেলা আলকরাতে আটক দাবিতে ছড়ানো ছবিটি দুই বছর আগের রংপুরে গ্রেপ্তার এক ব্যক্তির। 

প্রসঙ্গত, প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী, ব্যথানাশক হিসেবে ব্যবহৃত টাপেন্টাডল ওষুধকে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করেছে সরকার। ২০২০ সালের ৮ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাপেন্টাডলকে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ –এর তফসিলে যুক্ত করে গেজেট প্রকাশ করে। 

আরো কিছু লেখা