নোশিন তাবাসসুম

ছাত্রলীগ করায় হাত কেটে ফেলেছে দাবি, অথচ বিচ্ছিন্ন হয়েছে ট্রাকের ধাক্কায়
নোশিন তাবাসসুম
ছাত্রলীগ করার অপরাধে দাগনভূঞাতে এক কর্মীর হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে এ দাবি করা হয়েছে। ডিসমিসল্যাব ফ্যাক্টচেক করে দেখেছে, ছবিটি নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনার।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ৯ ডিসেম্বর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “ছাত্রলীগ করার অপরাধে দাগনভূঞাতে। ছাত্রলীগের এক কর্মীকে হাত কেটে নেয় সন্ত্রাসীরা। এই নৃশংসতার শেষ কোথায়?” এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ৩ হাজার ৯০০ বারের বেশি শেয়ার হয়েছে।

ফেসবুকের একাধিক (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭) ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে ছবিটি পোস্ট করতে দেখা যায়।
ঘটনার সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে, কর্পোরেট সংবাদের গত ৬ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, “নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন।” এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে ছড়িয়ে পড়া ছবির হুবহু মিল দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, “নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো.বিজয় (২১) নামে এক তরুণের কাঁধ থেকে ডান হাত আলাদা হয়ে পড়েছে।”
প্রতিবেদনে আরও বলা হয়, ৬ ডিসেম্বর সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই তরুণ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা সড়কে পড়ে থাকা এক আরোহীর বিচ্ছিন্ন হাতসহ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে বিজয়কে ঢাকায় রেফার্ড করা হয়।
এ ঘটনা নিয়ে একাধিক (১, ২, ৩, ৪, ৫) সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। ৬ ডিসেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটা প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকের ধাক্কায় মো. বিজয় নামে এক তরুণের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মাহমুদুল হাসান নামের একজন গুরুতর আহত হয়েছেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক তরুণকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তার ডান হাত কাঁধ থেকে কাটা পড়েছে। বিচ্ছিন্ন হাতসহ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো গণমাধ্যমের প্রতিবেদনেই মো. বিজয়ের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি।
অর্থাৎ, ছড়িয়ে পড়া ছবিটি নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনার, যা মিথ্যা দাবিতে ছড়ানো হচ্ছে।

