ফাতেমা তাবাসুম

ফেলো, ডিসমিসল্যাব
আড়ংয়ের নামে ভুয়া অফারে আর্থিক প্রতারণার ফাঁদ

আড়ংয়ের নামে ভুয়া অফারে আর্থিক প্রতারণার ফাঁদ

ফাতেমা তাবাসুম

ফেলো, ডিসমিসল্যাব

আন্তর্জাতিক নারী দিবস ও রমজান উপলক্ষে আড়ংয়ের পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে– এমন দাবিতে সম্প্রতি দুটি ওয়েবসাইটের (, ) লিংক ছড়াতে দেখা গেছে ফেসবুক ম্যাসেঞ্জার ও হোয়াটস অ্যাপে। ওয়েবসাইট দুটিতে দাবি করা হয় প্রশ্নোত্তর পর্বে অংশে নেয়ার মাধ্যমে যে কেউ জিতে নিতে পারে ৫০০০ টাকা পর্যন্ত পুরস্কার। যদিও যাচাইয়ে দেখা গেছে, নারী দিবস বা রমজান উপলক্ষে আড়ংয়ের পক্ষ থেকে এমন কোনো উপহারের ঘোষণা দেওয়া হয়নি। একই রকম দাবিতে বিগত কয়েক বছর ধরেই ছড়াতে দেখা গেছে এমন উপহারের ভুয়া অফার।

মার্চের শুরু থেকেই  “আড়ং উইমেন্স ডে গিফট” এবং “আড়ং রামাদান গিফট” শীর্ষক দুটি ওয়েবপেজের লিংক ছড়াতে দেখা গেছে ফেসবুক ম্যাসেঞ্জার ও হোয়াসটঅ্যাপে। ওয়েবসাইট দুটি দেখতে প্রায় একই রকম। দুটি ওয়েবপেজের শুরুতেই আছে বাংলাদেশের লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের লোগো।

ওয়েবসাইটে প্রদত্ত লিংকগুলোতে প্রবেশ করলে ব্যবহারকারীদের শুরুতেই চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর ব্যবহারকারীকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হয়, যেখানে “আড়ং” লেখা ৯টি গিফট বক্স দেখা যায়। এখানে তিনটি ‘গিফট বক্স’ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়। এরপরের ধাপে বলা হয়, উপহার পাওয়ার জন্য লিংকটি অন্তত পাঁচটি গ্রুপে বা ২০ জন বন্ধুর কাছে পাঠাতে হবে। এই শর্ত পূরণের পর বলা হয়, ব্যবহারকারীদের যেতে হবে একটি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেখানে ব্যবহারকারীর সামনে তিনটি অপশন দেওয়া হয়।

এই অপশনগুলোর যেকোনো একটিতে ক্লিক করলে ব্যবহারকারীকে নিয়ে যাওয়া হয় তিনটি ভিন্ন ভিন্ন (, , ) বিশেষ ধরণের লিংকে; যেখানে প্রথমেই চাওয়া হয় ফোন নম্বর। নম্বর দেওয়ার পর ব্যবহারকারীর ফোনে আসবে একটি এককালীন পাসওয়ার্ড (OTP)। ওটিপি প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে ফোন নম্বরটি যুক্ত হয়ে যেতে পারে কোনো থার্ড পার্টি ভ্যালু অ্যাডেড সার্ভিসে (VAS)। ফলে ব্যবহারকারীর অজান্তেই প্রতিদিন মোবাইল ব্যালেন্স থেকে টাকা কাটা শুরু হতে পারে। পাঠকের দৃষ্টি এড়াতে এই ওয়েবপেজগুলোর নিচের অংশে খুব ছোট ফন্টে লেখা থাকে, এই পরিষেবাটি চালু থাকবে যতক্ষণ না ব্যবহারকারী এটি বাতিল করছেন। সেবায় নিবন্ধন করে, ব্যবহারকারী সম্মত হচ্ছেন যে এটি একটি চলমান সাবস্ক্রিপশন পরিষেবা। কোনো কোনো ক্ষেত্রে ফাঁদ পাতা হয় পরিষেবাটি “ফ্রি” উল্লেখ করে।

এছাড়া, নাম্বার যাচাইয়ের অংশে একাধিকবার চেষ্টা করলে লিংকটি ব্যবহারকারীকে বিভিন্ন অনলাইন জুয়ার সাইটেও নিয়ে যেতে পারে। 

এসব লিংকে ক্লিক করলে ব্যবহারকারীর ডিভাইস ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এমনকি তিনি আর্থিকভাবেও প্রতারিত হতে পারেন। বিশেষ করে কোনো লিংকে ফোন নম্বর প্রদান করলে সেটি যুক্ত হয়ে যেতে পারে কোনো সাবস্ক্রিপশন সার্ভিসে। যার ফলে অজান্তেই কেটে নেওয়া হতে পারে মোবাইল ব্যালেন্স।

আড়ংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৫ সালের নারী দিবস কিংবা রমজান উপলক্ষে এমন কোনো গিফট অফার খুঁজে পাওয়া যায়নি। এছাড়া তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও নারী দিবস ও রমজান উপলক্ষে এমন কোনো উপহার দেওয়ার পোস্ট দেখা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে আড়ংয়ের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে, প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি ডিসমিসল্যাবকে জানান, আড়ং এ ধরনের কোনো অনলাইন অফার এই মুহূর্তে বা এর আগেও দেয়নি। তিনি আরও নিশ্চিত করেন, আড়ংয়ের নাম ব্যবহার করে ছড়ানো দাবিগুলো ভুয়া।

ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ আশরাফুল হকের মতে, এই ধরনের লিংক মূলত একটি অনলাইন প্রতারণার ফাঁদ, যা সাধারণত মোবাইল ফোনের ব্রাউজার থেকে অ্যাক্সেসযোগ্য, কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপে কাজ করে না—এটি একটি স্পষ্ট সতর্কতা। সাইবার অপরাধীরা মোবাইল ডিভাইসগুলোকে বেশি টার্গেট করে কারণ, এগুলোর নিরাপত্তা বৈশিষ্ট্য কম্পিউটারের তুলনায় দুর্বল। আন্তর্জাতিক নারী দিবস ও রমজান উপলক্ষে আড়ংয়ের পক্ষ থেকে উপহার এর আড়ালে মূলত উপহার প্রত্যাশীদের ফোন নাম্বার ও ওটিপি সংগ্রহ করছে একটি চক্র, এরপর তা যুক্ত করা হচ্ছে একটি থার্ড পার্টি ভ্যালু অ্যাডেড সার্ভিসে (VAS)। ফলস্বরূপ, প্রতিদিন “সাবস্ক্রিপশন ফি” হিসেবে টাকা কেটে নেওয়া হবে, যা বন্ধ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। দীর্ঘ সময় ধরে এই স্ক্যাম চালিয়ে একাধিক ব্যবহারকারীর ব্যক্তিগত নম্বর সংগ্রহ করছে এই চক্র। তাই অবশ্যই এ ধরনের লিংক থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

পূর্বেও আড়ং নিয়ে এরকম বিভ্রান্তিমূলক দাবি ছড়িয়েছিল। ২০২২ সালে, ৩৫ বছর পূর্তি উপলক্ষে এবং ২০২৩ সালে নারী দিবসকে কেন্দ্র করে একই ধরণের ভুয়া প্রচারণা চালানো হয়। 

আরো কিছু লেখা