তামারা ইয়াসমীন তমা
মানিকগঞ্জে প্রতিমা ভাঙচুরের ছবিগুলো পুরোনো
তামারা ইয়াসমীন তমা
মানিকগঞ্জের হরিরামপুরে প্রতিমা ভাঙচুরের বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা গেছে। এসব পোস্টের দাবি অনুসারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মাণাধীন প্রতিমাগুলো ভাঙচুর করা হয়েছে। তবে যাচাইয়ে দেখা গেছে ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয়। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ছবিগুলো দুই বছরের পুরোনো।
সামাজিক মাধ্যম ফেসবুকের বেশ কয়েকটি পোস্টে (১, ২, ৩, ৪, ৫) প্রতিমা ভাঙচুরের ছবি ছড়িয়েছে। বাংলাদেশি হিন্দু, সেভ বাংলাদেশি হিন্দুজ, হিন্দু সংহতি নামে কয়েকটি গ্রুপেও পোস্টটি ছড়াতে দেখা যায়। এরকম একটি পোস্টের ক্যাপশনে লেখা হয়, “খেলা শুরু হয়ে গেছে মানিকগঞ্জের হরিরামপুরের ঘটনা এবারের দূর্গা পুজার প্রথম সূচনা।” অপর একটি পোস্টে লেখা হয়, “বাঙলাদেশের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার,ভাদিয়াখোলা গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের নবনির্মিত প্রতিমা ভাংচুর এর মধ্য দিয়ে শারদীয় উৎসবের শুভ সূচনা।” পোস্টটির সঙ্গে অল আইজ অন বাংলাদেশি হিন্দুজ, হিন্দুজ আর নট সেফ ইন বাংলাদেশ, সেভ বাংলাদেশি হিন্দুজ ইত্যাদি হ্যাশট্যাগও ব্যবহার করা হয়।
সামাজিক মাধ্যম এক্সেও (সাবেক টুইটার) ছবিগুলো ছড়াতে দেখা যায়। বাংলা ও ইংরেজি একাধিক টুইটে (১, ২, ৩, ৪, ৫) মানিকগঞ্জের দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের দাবি করা হয়। সেভ হিন্দুজ ইন বাংলাদেশ হ্যাশট্যাগ ব্যবহার করে এমন একটি টুইটে লেখা হয়, “বাংলাদেশের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার,ভাদিয়াখোলা গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের নবনির্মিত প্রতিমা ভাঙচুর।”
রিভার্স ইমেজ যাচাইয়ে দেখা যায়, সাম্প্রতিক প্রতিমা ভাঙচুরের দাবি হিসেবে ছড়ানো ছবিগুলো ২০২২ সালের। সেসময় একাধিক গণমাধ্যমে ছবিসহ ঘটনাটি উঠে আসে। ২০২২ সালের ২৭ আগস্ট প্রথম আলো পত্রিকায় প্রকাশিত “মানিকগঞ্জে মন্দিরের প্রতিমা ভাঙচুর, অপরাধীদের খুঁজছে পুলিশ” শীর্ষক প্রতিবেদনে প্রতিমা ভাঙচুরের দাবিতে ছড়ানো ছবিগুলোর মধ্যে একটি পাওয়া যায়। প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২২ সালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। সেসময় উল্লেখিত উপজেলার ভাদিয়াখোলা বাজার সার্বজনীন দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের এই ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে প্রতিমাগুলোর ভাঙা অংশ মেরামত করেন কারিগরেরা।
২০২২ সালের ২৭ আগস্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত “মানিকগঞ্জে মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুর, তদন্ত করছে পুলিশ” শীর্ষক প্রতিবেদনেও একই ঘটনা উঠে আসে। এই প্রতিবেদনটিতে ভাঙচুরের দাবিতে ছড়ানো আরও একটি ছবি পাওয়া যায়।
সবগুলো ছবিই একই ঘটনার কিনা নিশ্চিত হতে আরও যাচাই করা হয়। যাচাইয়ে, হিন্দু নিউজ ২৪ ডট কম নামের একটি পেজের ২০২২ সালের ২৬ আগস্টের একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে সাম্প্রতিক সময়ে প্রতিমা ভাঙচুরের দাবিতে ছড়ানো সবগুলো ছবিই মেলে। সেসময় সামাজিক মাধ্যম ফেসবুক ও টুইটারের বেশকিছু পোস্টেও (১, ২, ৩) এসব ছবি পাওয়া যায়।
অর্থাৎ, মানিকগঞ্জের হরিরামপুরে প্রতিমা ভাঙচুরের দাবিতে ছড়ানো ছবিগুলো ২০২২ সালের আগস্টের। সেসময় হরিরামপুরের ভাদিয়াখোলা বাজারের সার্বজনীন পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটে।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সামাজিক মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে বেশকিছু ছবি-ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। ডিসমিসল্যাবের একাধিক প্রতিবেদনে (১, ২, ৩) এক্সসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পুরোনো ও অপ্রাসঙ্গিক ক্লিপ বা ছবি ছড়িয়ে ভুয়া সাম্প্রদায়িক প্রচারণার বিষয়টি উঠে আসে।