নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
সেপ্টেম্বর ২৯, ২০২৫
১১:১৩:১৫
নেপালের আন্দোলনের ভিডিও খাগড়াছড়ির দাবিতে প্রচার

নেপালের আন্দোলনের ভিডিও খাগড়াছড়ির দাবিতে প্রচার

সেপ্টেম্বর ২৯, ২০২৫
১১:১৩:১৫

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

সেনাবাহিনী এবং বিজিবির উপর হামলা করে পাহাড়িরা অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছে দাবিতে একটি ভিডিও শেয়ার হতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, মূল ভিডিওটি নেপালের সেপ্টেম্বরে হয়ে যাওয়া আন্দোলনের একটি দৃশ্য; এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় সাদা গেঞ্জি পরিহিত এক ব্যক্তি হাতে মোবাইল নিয়ে সামনে আগাচ্ছেন এবং তার সামনে হেলমেট পড়া, বন্দুক হাতে এক ব্যক্তি রয়েছেন। তাদের পিছনে আরো কিছু ব্যক্তিকে দেখা যায় যারা মোবাইল হাতে সামনে আগাচ্ছেন দৌড়াতে দৌড়াতে। পোস্টের ক্যাপশনে লেখা, “১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনীর বিজিবির উপর পাহাড়িদের হামলা অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছে আমরা কোথায় বসে আছি” (বানান অপরিবর্তিত)। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ২৬ হাজারবার দেখা হয়েছে ভিডিওটি।

ভুয়া দাবিতে ছড়ানো ভিডিও

ফেসবুকের একাধিক ফেসবুক প্রোফাইল থেকে (, , , , , , ) একই দাবিতে ভিডিওটি শেয়ার করতে দেখা যায়। 

ঘটনাটি অধিকতর যাচাইয়ের জন্য ভিডিওটির কি-ফ্রেম ধরে সার্চ করলে ইউটিউবে ১৪ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়, যার প্রথম ০৪ সেকেন্ড ছড়িয়ে পরা ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ। এর বিবরণীতে লেখা, “জেনজি প্রটেস্ট নেপাল কাঠমান্ডু । আন্দোলন লাইভ।” ভিডিওটিতে “রেভেলিউশন জেনজি প্রটেস্ট নেপাল কাঠমান্ডু” (#revolution #genzprotest #genznepal #genz #students) হ্যাশট্যাগও যুক্ত করা হয়েছে। এছাড়া রিভার্স ইমেজ সার্চে ১১ সেপ্টম্বরের একটি ফেসবুক ভিডিও সামনে আসে। যার সাথে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।

ইউটিউব ভিডিওর স্ক্রিনশট

গুগল স্ট্রিট ভিউ-এ কাঠমান্ডুের রিং রোডের গুয়াশালার পুলিশ সার্কেল এর চারদিকের পরিবেশের সাথে ছড়িয়ে পড়া ভিডিওতে দৃশ্যমান এলাকার মিল পাওয়া যায়।

গুগল ম্যাপের স্ট্রিট ভিউতে দেখা যায়, ছড়িয়ে পড়া ভিডিওর ০৩ সেকেন্ডে সবুজ রঙ এর একটি সাইনবোর্ড দেখা যায়। স্ট্রিট ভিউতে একই ধরনের একটি সবুজ সাইনবোর্ড দেখা যায় যার পিছনে সাদা একটি অবকাঠামো। অবকাঠামোটির সামনে লাল ইটের প্রাচীর। গুগল স্ট্রিট ভিউতে, গুয়াশালা পুলিশ সার্কেলে সবুজ সাইনবোর্ড এবং এই অবকাঠামোটি লক্ষ্য করা যায়।

এছাড়া মূল ইউটিউব ভিডিওটির ০.৬ সেকেন্ডে পিছনে একটি লাল রঙ এর তোরণ সদৃশ একটি অবকাঠামো লক্ষ্য করা যায়। গুগল স্ট্রিট ভিউতে একই এলাকায় অর্থাৎ পুলিশ সার্কেলে এই অবকাঠামোটি দৃশ্যমান।

এছাড়া ছড়িয়ে পরা ভিডিওটির শুরুতেই একটি বড় গাছ দেখা যায় যার গোড়া বাঁধানো তবে বাঁধাই করা সিমেন্ট ভেঙে পড়া অবস্থায় রয়েছে। গুগল স্ট্রিট ভিউতে এই গাছটি এবং ভগ্ন বাঁধাইকৃত গাছের গোড়াটি দেখা যায়।

অর্থাৎ, ভিডিওতে দেখানো স্থানটি খাগড়াছড়ির চলমান সংঘাতের দৃশ্য নয়, বরং নেপালের কাঠমান্ডু শহরের গুয়াশালা এলাকার রিং রোডের পুলিশ সার্কেল নামক একটি জায়গার দৃশ্য। প্রসঙ্গত চলতি মাসে নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভকারীরা আন্দোলন করেন এবং ০৯ সেপ্টেম্বর বিক্ষোভের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। 

প্রসঙ্গত, খাগড়াছড়িতে গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদন (, , , ) প্রকাশ করে। ২৭ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার রাত নয়টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। পরবর্তীকালে, ধর্ষণের এই খবর ছড়িয়ে পড়লে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে এই ঘটনার বিচারের দাবিতে গতকাল একটি অবরোধ কর্মসূচি পালিত হয়, যা এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। 

আরো কিছু লেখা