সুদেষ্ণা মহাজন অর্পা
কক্সবাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের
সুদেষ্ণা মহাজন অর্পা
কক্সবাজারে এক ব্যক্তিকে প্রকাশ্য রাস্তার কুপিয়ে হত্যা করা হচ্ছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, মূল ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডের; ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।
ফেসবুকের বেশকিছু পেজ ও প্রোফাইলে গত ১৩ আগস্ট থেকে একই দাবিতে ভিডিওটি শেয়ার (১, ২, ৩, ৪, ৫) করা হচ্ছে। কোনো কোনো পোস্টের বিবরণে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে লেখা, “আজ বিকালে কক্সবাজারে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা। চলছে চলবে হত্যা। কারণ এটা মহাজনের দেশ।” আবার কোনো পোস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নেতিবাচক হ্যাশট্যাগে লেখা, “স্টেপডাউনফ্যাসিস্টইউনূস” (#StepDownFescistYounus)।

একই দাবিতে শেয়ার করা এক ভিডিও পোস্ট এখন পর্যন্ত ৭০ হাজারের বেশিবার দেখা হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রকাশ্যে রাস্তায় পড়ে থাকা অপর ব্যক্তিকে ধারালো কিছু দিয়ে আঘাত করছে। আশেপাশে অন্য একাধিক মানুষকে দেখা যাচ্ছে। পোস্টের মন্তব্যে ঘটনাটিকে বাংলাদেশের বলে ধরে নিয়েছেন অনেকে। এক ব্যবহারকারী লিখেছেন, “দেশ টায় কি হলো । মব সন্ত্রাস চলছেই । অবিলম্বে সব বন্ধ করো।” আরেক ব্যবহারকারী লেখেন, “দেশটা যেন খুন আর ধর্ষনের দেশে পরিণত হয়েছে।”
ঘটনাটি বাংলাদেশের কি না তা যাচাইয়ে, ভিডিওটির বিভিন্ন কিফ্রেম নিয়ে অনলাইনে সার্চ করলে ইন্সটাগ্রাম ও ফেসবুকে দুটি ভিডিও (১, ২) পাওয়া যায়। গত ১১ আগস্ট পোস্ট করা হয়েছিল ভিডিও দুটি। এই ভিডিওগুলোর সঙ্গে কক্সবাজারের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির ফুটেজে হুবহু মিল পাওয়া যায়। ১১ আগস্টে শেয়ার করা ভিডিওগুলোর ক্যাপশনে উল্লেখ করা বিবরণ ও স্থানের নাম থেকে বোঝা যায় ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের।
মূল ঘটনাটি ভারতের কি না তা নিয়ে অধিকতর যাচাইয়ে ভিডিও দুটির ক্যাপশন থেকে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে অনলাইনে সার্চ করলে ১১ আগস্ট আফসার খানস নামের একটি ফেসবুক প্রোফাইলে বিস্তারিত তথ্যসহ ৪৮ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। এছাড়া একই দিনে প্রকাশিত “বিগ টিভি লাইভ” ও সুমন টিভি তিরুপতি নামের দুটি তেলেগু ভাষার স্থানীয় ইউটিউব চ্যানেলে দুটি ভিডিও পাওয়া যায়। ভিডিওগুলোর বিবরণ অনুবাদ করে জানা যায় এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ঘটনা। এ নিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যম (১, ২, ৩, ৪) প্রতিবেদনও প্রকাশ করে।

ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, গত ১০ আগস্ট ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের এলুরু জেলার কোয়্যালগুদেম গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জাক্কু শিবা নামের এক ব্যক্তি তার মা জাক্কু নরসাম্মাকে রাস্তার প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ আগস্ট সোমবার মা জাক্কু নরসাম্মা মারা যান। ভারতের এই ঘটনাটির ভিডিও ফুটেজটিই বর্তমানে বিভিন্ন পেজ-প্রোফাইল থেকে বাংলাদেশের কক্সবাজারের ঘটনা বলে অসত্য দাবিতে ছড়ানো হচ্ছে।
অর্থাৎ, কক্সবাজারের ঘটনা বলে দাবি করা ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিন্ন প্রেক্ষাপটের একটি ঘটনা বাংলাদেশের দাবিতে ছড়ানো হচ্ছে; যা সঠিক নয়।