ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ডা. জুবাইদা রহমানের পুরোনো বক্তব্য বিকৃত করে খালেদা জিয়ার সুস্থতা নিয়ে বার্তা প্রদানের ভুয়া দাবি

ডা. জুবাইদা রহমানের পুরোনো বক্তব্য বিকৃত করে খালেদা জিয়ার সুস্থতা নিয়ে বার্তা প্রদানের ভুয়া দাবি

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিয়ে তথ্য জানিয়েছেন জুবাইদা রহমান- এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওতে ডা. জুবাইদা রহমানকে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা সম্পর্কে কথা বলতে দেখা যায়। পাশাপাশি সুস্থ হয়ে যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য আগের মতই কাজ করতে পারে দেশবাসীর কাছে সে আহবান জানানো হয়েছে ভিডিওটিতে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি তার পুরোনো একটি বক্তব্যকে বিকৃত করে তৈরি করা হয়েছে।

গত ০৯ ডিসেম্বর ফেসবুকে “প্রতিবাদী মিডিয়ায়” নামের একটি ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা “বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে কি তথ্য জানিয়েছেন জুবাইদা রহমান #BNP #reels”। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ভিডিওটিতে ৩৪ হাজার প্রতিক্রিয়া দেখা যায়। ভিডিওটি শেয়ার করা হয়েছে চার হাজার বার। ভিডিওর ১২ সেকেন্ডে “এআই” লেখা ভেসে উঠতে দেখা যায়।

ভিডিওটিতে ডা. জুবাইদা রহমানকে বলতে শোনা যায়, “আমার শাশুড়ি বেগম খালেদা জিয়া আগের চাইতে অনেকটাই সুস্থ হয়েছেন। প্রিয় আমার দেশবাসী, সকলেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যেন সুস্থ হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য আগের মতই কাজ করতে পারে। দেশবাসীর কাছে আহবান রইল।”

কমেন্টে এক ব্যবহারকারী লিখেছেন, “আলহামদুলিল্লাহ আপনার কাছে থাকলে আরো ভালো হবে।” আরেক ব্যবহারকারী লিখেছেন, “আমরা প্রান ভরে আপনার শাশুড়ি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।” এছাড়া একাধিক ব্যবহারকারীকে আলহামদুলিল্লাহ লিখেও মন্তব্য করতে দেখা যায়।

ভিডিওটির বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করে যাচাই করতে গেলে ডিসমিসল্যাবের সামনে আসে চলতি বছরের ২৩ মে প্রকাশিত NTV News এর একটি প্রতিবেদন। প্রতিবেদনে প্রকাশিত ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ফেসবুকের ভিডিওটির ব্যাকগ্রাউন্ডের কথা ছাড়া বাকি দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়।

প্রতিবেদনটির শিরোনামে লেখা “তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী হওয়ার আহ্বান জুবাইদা রহমানের”। এছাড়া, তার এই বক্তব্যের দৃশ্য পাওয়া যায় বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া ভিডিওতে (, )।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ মে গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করে এই বক্তব্য রাখেন।

অর্থাৎ, ডা. জুবাইদা রহমানের বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণীতে দেওয়া বক্তব্যের ভিডিওকে বিকৃত করে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে। তিনি খালেদা জিয়ার শারীরিক সুস্থতা সম্পর্কে কোনো বার্তা প্রদান করেননি। 

আরো কিছু লেখা