তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
AI-generated video falsely shows Zubaida Rahman asking for bKash numbers and urging votes for the BNP; fact-check finds the clip is not real.

আর্থিক সহায়তার আশ্বাসে জুবাইদা রহমানের ভোট চাওয়ার ভিডিওটি এআই দিয়ে তৈরি

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

‘জাইমা রহমান অফিশিয়াল’ নামের এক ফেসবুক পেজ থেকে সম্প্রতি ডা. জুবাইদা রহমানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীকে কন্যা জাইমা রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে বিএনপিতে ভোট চাইতে দেখা যায়। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি বাস্তব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে ডা. জুবাইদা রহমানকে বলতে শোনা যায়, “সবাইকে একটা খুশির খবর শোনাতে চাই। আপনারা অনেকেই আমার মেয়ে জাইমা রহমানের কাছে সাহায্য চাচ্ছিলেন। সবাই ভিডিওর কমেন্ট বক্সে বিকাশ নাম্বার দিয়ে যান, আমরা সবাইকে সাধ্যমত সহায়তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে এবং পেজটি ফলো করতে হবে। আর কমেন্টে আপনার সমস্যাটা বলে দিবেন। তাহলে আমরা আপনার সমস্যা অনুযায়ী আপনার বিকাশ নাম্বারে টাকা পাঠাব। আর অবশ্যই বিএনপিকে ভোট দিবেন।” ভিডিও-এর ক্যাপশনে লেখা, “খুশির খবর, সবাইকে টাকা দেওয়া হবে,  বিকাশ নাম্বার দিয়ে যান।”

পোস্টে একজন মন্তব্য করেছেন, “০১৭*******২ বিকাশ আমি উসমানী মেডিকেল ভর্তি আছি সিলেট আমার জন্য দোয়া করবেন । আমরা সবাই ঐক্য জুট ধানের শীষে দিবো ভুট (বানান অপরিবর্তিত)।” আরেকজন লিখেছেন, “বিএনপি করি টাকার জন্য মেয়ে বিয়ে দিতে পারছি না যদি কিছু টাকা হতো অনেক উপকার হত বিকাশ নাম্বার ০১৭*******৫”।

পোস্টটি এ পর্যন্ত ১৩ লক্ষ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ১৫ হাজারের বেশি বার। একই পেজ থেকে এর আগেও এক পোস্টে জাইমা রহমানের ছবি ব্যবহার করে লেখা হয়েছিল, “অনেকে আমার কাছে টাকা চাচ্ছিলেন, এই পোস্টের কমেন্টে আপনার বিকাশ নাম্বার দিয়ে যান। লটারি দেবো যার নাম আসবে তাকে ২০ হাজার টাকা দিবো।”

ভিডিওটির কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে একাধিক সূত্রে ডা. জুবাইদা রহমানের একই ছবি পাওয়া যায়। পুরোনো একটি ছবি ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে। ভিডিও ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে জুবাইদা রহমানের পোশাক, পোশাকের রং, চাদর, গলার হার সবই মিলে যায়।

২০২৫ সালের ৬ মে সদ্য প্রয়াত সাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরেন। ছবিটি সেদিনের। বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিমানবন্দরে অবতরণের পর দুই পুত্রবধূ- তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী।

অধিকতর যাচাইয়ে, কনটেন্ট শনাক্তকরণ টুল ডিপফেক-ও-মিটার দিয়ে যাচাই করে দেখা গেছে ভিডিওটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ।

অর্থাৎ, ভিডিওটি বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ডা. জুবাইদা রহমানের পুরোনো ছবি ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে। 

প্রসঙ্গত, এআই টুল ব্যবহার করে তৈরি ভিডিও মিথ্যা দাবিতে প্রায়ই বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা যায়। ডিসমিসল্যাব এর আগেও এআই দিয়ে তৈরি ভিডিওর ওপর একাধিক ফ্যাক্টচেক রিপোর্ট প্রকাশ করেছে।

আরো কিছু লেখা