সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
Fact-check: Old video of Bangladesh army chief Walker-uz-Zaman falsely shared claiming Hasina’s return and election cancellation.

সেনাপ্রধান বলেছিলেন রোহিঙ্গাদের নিয়ে, ভিডিও ছড়াচ্ছে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে। ভিডিওতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের একটি বক্তব্যের অংশ পোস্ট করে দাবি করা হয় তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করেছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওতে করা দাবিটি সঠিক নয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের জুন মাসে সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের সময় ওয়াকার-উজ-জামানের দেওয়া বক্তব্যের অংশ। সে বক্তব্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরানো প্রসঙ্গে কথা বলেছিলেন তিনি।

গত ১৪ জানুয়ারি একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি দুইভাগে বিভক্ত করা। ভিডিওর একদিকে বামপাশে উপরে বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো দেওয়া। সে সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেওয়া। অন্যপাশে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের ভিডিও সংযুক্ত করা। ভিডিওর ভেতরে লেখা, “হাসিনাকে ফিরিয়ে আনার ঘোষণা দিলেন সেনাপ্রধান ফ্রেব্রুয়ারির নির্বাচন বাতিল ঘোষণা! (বানান অপরিবর্তিত)”

৮ মিনিট ০৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে গণমাধ্যমের সামনে সেনাপ্রধান জেনারেল ওয়াক-উজ-জামান বক্তব্য রাখছেন। ক্যাপশনেও লেখা, “হাসিনাকে ফিরিয়ে আনার ঘোষণা দিলেন সেনাপ্রধান ফ্রেব্রুয়ারির নির্বাচন বাতিল ঘোষণা! (বানান অপরিবর্তিত)” এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি ২ হাজার ৭০০ বারের বেশি শেয়ার করা হয়েছে এবং ভিডিওতে ১৫ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। ফেসবুক ব্যবহারকারীরা পোস্টে সাড়ে তিন শর বেশি মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেন, “যে ব্যক্তি একজন মেজর থেকে সরাসরি সেনা প্রধান সে দেশের জন্য জনগণের উদ্দেশ্যে কি বলবে আর।” আরেকজন লিখেছেন, “সেনা কর্মকর্তাকে বদলি করেন সব সমাধান।”

সত্যতা যাচাইয়ে ভিডিওর বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে ২০২৪ সালের ২৩ জুন সংবাদমাধ্যম মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে লেখা, “দায়িত্বে এসে যা বললেন নতুন সেনাপ্রধান।” ইউটিউবে প্রকাশিত ৯ মিনিট ০৮ সেকেন্ডের ভিডিওর প্রথম ৮ মিনিট ৫১ সেকেন্ড অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। তবে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটির গতি কিছুটা বাড়ানো ছিল।

প্রতিবেদনে দেখা যায়, সেনাপ্রধান নতুন ক্ষমতায় এসে দায়িত্বকে ‘গুরু দায়িত্ব’ উল্লেখ করে সবার দোয়া কামনা করেন এবং উপস্থিত সাংবাদিকদের সামরিক বাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ দেন। দায়িত্ব প্রদানের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও রোহিঙ্গাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া আর কোনো ইস্যু নেই। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। আমরা তাদের সাথে যুক্ত আছি। আর ডিফেন্স ডিপ্লোম্যাসি বলে একটা কথা আছে। যখন দুই বাহিনী একে অপরের সাথে যোগাযোগ করে সেই বাহিনীর পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা খুব কঠিন।” সংবাদমাধ্যম এটিএন নিউজের ইউটিউব চ্যানেলেও সেনাপ্রধানের একই ভিডিওটি পাওয়া যায়।

অর্থাৎ, ভিডিওটি সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের সময় ওয়াকার-উজ-জামানের দেওয়া বক্তব্যের অংশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ঘোষণা বা ফেব্রুয়ারিতে নির্বাচন বাতিলের ব্যাপারে কোনো মন্তব্য সেনাপ্রধান করেনি। এছাড়া কোনো গণমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

তাই, সেনাপ্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনা বা নির্বাচন বাতিলের ঘোষণা দিয়েছেন এমন দাবি ভিত্তিহীন ও মিথ্যা।

আরো কিছু লেখা