তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
পুতিন বলছেন ড. ইউনূসের সরকার অবৈধ, এআই ভিডিওতে ছড়াচ্ছে এমন বার্তা

পুতিন বলছেন ড. ইউনূসের সরকার অবৈধ, এআই ভিডিওতে ছড়াচ্ছে এমন বার্তা

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

বাংলাদেশে একটি মিথ্যা অভ্যুত্থান ঘটানো হয়েছে, জঙ্গিবাহিনী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে ও ড. ইউনূস অবৈধ সরকার গঠন করে ক্ষমতায় বসে আছেন- ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “বাংলাদেশের উপর আমাদের কঠোর নজরদারি আছে। আমরা জানতে পেরেছি বাংলাদেশে একটি মিথ্যা অভ্যুত্থান ঘটানো হয়েছে। সমগ্র ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে জঙ্গিবাহিনী দেশকে অস্থিতিশীল করে তুলেছে। আমরা জানতে পেরেছি ড. ইউনূস একটি অবৈধ সরকার গঠন করে ক্ষমতায় বসে আছেন। নিশ্চিতভাবেই, আমরা বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই যাতে সব দল অংশগ্রহণ করবে।”

একই দাবি করা হয় পোস্টটির ক্যাপশনেও। একজন মন্তব্য করেছেন, “যা হবার হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট দাদাভাই নিবন্ধন ফিরিয়ে দিলে আওয়ামী লীগ নির্বাচনটা করতে পারে যথাসময়ে নির্বাচনটা হবে আবার কেউ যেন জঙ্গি নাটক নাসাজাতে পারে খেয়াল রাখবেন সারা বিশ্বের মুসলমান আপনার উপরে বিশ্বাস আছে। আপনি কারো ক্ষতি করেন না বাংলার বাঘ ।” আরেকজন লিখেছেন, “আমরা আপনাদের সাহায্য কামনা করছি স্যার বাংলা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে ইউনুছ বাহিনী”। পোস্টটি এ পর্যন্ত দেড় লাখের বেশি ব্যবহারকারী দেখেছেন, শেয়ার হয়েছে তিন হাজারেরও বেশি বার। 

যাচাইয়ে দেখা যায়, ভ্লাদিমির পুতিনের প্রকৃত কণ্ঠস্বর ও বাচনভঙ্গির সঙ্গে ভিডিওতে শোনা কণ্ঠের কোনো মিল নেই। ভিডিওটির কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ভিডিওতে পুতিনের ছবি ও ব্যাকগ্রাউন্ড উইকিপিডিয়াতে দেওয়া তার ছবির সাথে পুরোপুরি মিলে যায়। অর্থাৎ, ভিডিওটি তৈরিতে যে ছবি ব্যবহার করা হয়েছে তা সহজেই উইকিপিডিয়াতে পাওয়া যায়। তাছাড়া কোনো গণমাধ্যমেই বাংলাদেশ প্রসঙ্গে পুতিনের এ ধরনের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

অধিকতর যাচাইয়ে, এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশনের ব্যবহার করলে এটিও ভিডিওটিকে এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল বলে ফলাফল দেয়।

অর্থাৎ, ভিডিওটি বাস্তব নয়। পুতিনের পুরোনো ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ভিডিওটি বানানো হয়েছে।

আরো কিছু লেখা