সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
নভেম্বর ২, ২০২৫
১৪:৪৩:১৭
ফরিদপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের দাবিতে ছড়াচ্ছে হবিগঞ্জের ভিন্ন ঘটনার ভিডিও

ফরিদপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের দাবিতে ছড়াচ্ছে হবিগঞ্জের ভিন্ন ঘটনার ভিডিও

নভেম্বর ২, ২০২৫
১৪:৪৩:১৭

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

ফরিদপুরে গভীর রাতে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ভিডিওটি হবিগঞ্জের বাহুবল উপজেলার। দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামের অধিবাসীদের মধ্যে হওয়া সংঘর্ষের দৃশ্য এটি।

ফেসবুকে গত ৩০ অক্টোবর মারামারির একটি ভিডিও ছড়িয়েছে। ৩২ সেকেন্ডের ভিডিওর ক্যাপশনের বিবরণে লেখা,”৩০/১০/২৫ গভীর রাতে ফরিদপুরে আওয়ামীলীগ বিএনপির ব‍্যপক সংঘর্ষ! গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে সোনার বাংলাদেশ।বহু হতাহত হয়েছে,,প্রসাশন নিরব ভূমিকা পালন করছে,,,”।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (,,,,,) থেকে ভিডিওটি ছড়িয়ে পড়তে দেখা যায়।

ভিডিওর সত্যতা যাচাইয়ে কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাব চলতি বছরের  ২৯ অক্টোবর পোস্ট করা এক মিনিটের একটি ইউটিউব শর্টস ভিডিও পেয়েছে। যার ক্যাপশনের লেখা, “বাহুবল ভিতর বাজার  ও  বরইউরি ভয়াবহ মাইর চলছে আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, আমিন।” ভিডিওটির প্রথম ৩২ সেকেন্ডের সাথে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল আছে। এছাড়া ফেসবুক (,,,) এবং ইনস্টাগ্রামেও একই ঘটনার ফুটেজ খুঁজে পাওয়া যায়।

এছাড়া, সমকালের ইউটিউব চ্যানেলে ২৯ অক্টোবরে প্রকাশিত একটি ভিডিওতে একই সংঘর্ষের ভিন্ন দিক থেকে নেওয়া একটি দৃশ্য দেখতে পাওয়া যায়। এই দৃশ্যের সঙ্গে “আওয়ামীলীগ বিএনপি”র সংঘর্ষের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর কিছু মিল লক্ষ্য করা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গোলাপি পোশাকের একজনকে একটি টিন হাতে নিজেকে রক্ষা করতে দেখা যায়, একই ব্যক্তিকে সমকালের ভিডিওর শুরুতেই দেখা যায়। সমকালের প্রতিবেদনের শিরোনাম ছিল, “হবিগঞ্জের বাহুবলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সং ঘ র্ষে অর্ধশতাধিক আ হ ত।”

এ ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। দেখা যায়, বিভিন্ন  সংবাদমাধ্যম (,,,,,) ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চ্যানেল ২৪-এর প্রতিবেদন থেকে জানা যায়, দুই শিশুর মধ্যে ঝগড়ার জেরে গত ২৮ অক্টোবর, মঙ্গলবার রাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার মধ্যবাজার এলাকায় বাহুবল ও বড়ইউড়ি গ্রামের অধিবাসীরা পরস্পরের সাথে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয় এবং উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অর্থাৎ, ঘটনাটি ফরিদপুরের নয়, হবিগঞ্জের। এছাড়া কোনো সংবাদ প্রতিবেদনে এই ঘটনাকে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের বিষয়ে উল্লেখ করা হয়নি।

আরো কিছু লেখা