মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব
অক্টোবর ২৩, ২০২৫
১৮:৩৪:১৬
তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে হওয়া মশাল মিছিলকে “আপার জন্য অপেক্ষা” বলে প্রচার

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে হওয়া মশাল মিছিলকে “আপার জন্য অপেক্ষা” বলে প্রচার

অক্টোবর ২৩, ২০২৫
১৮:৩৪:১৬

মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব

মধ্যরাতে আপার জন্য সবাই অপেক্ষা করছে দাবিতে একটি মশাল মিছিলের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, দৃশ্যটি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গত ১৬ অক্টোবর আয়োজিত একটি মশাল মিছিলের। 

ফেসবুকের একটি প্রোফাইল থেকে ছড়িয়ে পড়া ৩০ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “হঠাৎ মধ্যরাতেই,,,, আপার অপেক্ষা সবাই,, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের ভালো কিছু হবে, জয় বাংলা জয় #বঙ্গবন্ধু।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি পাঁচশর অধিক শেয়ার হয়েছে।

ভিডিওটি একাধিক প্রোফাইল থেকে ছড়িয়ে পড়তে দেখা যায় (, , , )। 

দাবিটির সত্যতা যাচাইয়ে দেখা যায়, ভিডিওতে “ফেস দ্যা পিপল” নামের অনলাইন গণমাধ্যমের লোগো রয়েছে। “ফেইস দ্যা পিপল নিউজ” এর ফেসবুক পেজটিতে গত ১৬ অক্টোবর আপলোড হওয়া চার মিনিট দুই সেকেন্ডের একটি ভিডিওর সঙ্গে “আপার জন্য অপেক্ষা” দাবিতে সম্প্রতি ছড়ানো ভিডিওটির সকল দৃশ্যের হুবহু মিল রয়েছে। “ফেইস দ্যা পিপল নিউজ”- এর ফেসবুকে প্রচারিত ভিডিওটির ক্যাপশনে লেখা, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল জ্বালিয়ে হাজারো মানুষ।” 

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে দ্য ডেইলি স্টার, যমুনা টেলিভিশনচ্যানেল টুয়েন্টি ফোরের ইউটিউব চ্যানেলে ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এসকল প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ অক্টোবর রাতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় মশাল প্রজ্বালন করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ভিডিও প্রতিবেদনগুলোতে যে মশাল প্রজ্বালনের ভিডিও দেখা যায় সেগুলোর সঙ্গে ফেস দ্যা পিপলের ভিডিওটির কিছু সাদৃশ্য লক্ষ করা যায়। 

বিষয়টি নিয়ে দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে “জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরের মানুষ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদন অনুযায়ী, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে “তিস্তা মহাপরিকল্পনা”র কাজ শুরুর দাবিতে মশাল মিছিল হয়েছিল।

অর্থাৎ, কোনো আপার অপেক্ষায় নয়, বরং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছিল।

আরো কিছু লেখা