তাসনিম তাবাস্সুম মুনমুন

বাবরি মসজিদের জন্য শাহরুখ ও সালমান খানের চেক দানের ছবি এআই দিয়ে তৈরি
তাসনিম তাবাস্সুম মুনমুন
বাবরি মসজিদের জন্য শাহরুখ খানের ২৫ কোটি ও সালমান খানের ১০ কোটি টাকা দানের দাবিতে একাধিক ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
বাবরি মসজিদের জন্য শাহরুখ খান একাই ২৫ কোটি টাকা দান করেছেন — দাবিতে একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুক (১, ২, ৩, ৪) ও ইনস্টাগ্রামে। এর একটি পোস্ট তিন হাজার বারের বেশি শেয়ার হয়েছে।

একজন মন্তব্য করেছেন, “৬৭ জন সটাইলিশের তালিকায় শাহরুখ আছেন জেনে ততটা খুশী হইনি যতটা খুশী হয়েছি শাহরুখ বাবরী মসজিদের জন্য ২৫ কোটি টাকা দিয়েছেন শুনে। খুব ভালো একটা এমাউন্ট দিয়েছেন। এটা একটা ধর্মীয় প্রতিষঠানে দিয়েছেন । এই পৃথিবীর সব মুসলমানরা খুব খুশী হবেন। আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি”।
ছবিতে দেখা যায়, শাহরুখ খান মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের হাতে চেক তুলে দিচ্ছেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে বর্তমানে বাবরি মসজিদের জন্য অর্থ সংগ্রহের কাজ চলছে।
একই রকম দাবিতে ছবি ছড়িয়েছে সালমান খানের নামেও। ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখা, “মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে সালমান খান দশ কো*টি টা*কার চেক দিব বলেছে” (বানান অপরিবর্তিত)। পোস্টে একজন মন্তব্য করেছেন, “আমরা বাংলাদেশ থেকে বাবরি মসজিদে দান করতে ইচ্ছুক পাঠাইলে পৌঁছিবে বলেন”। পোস্টটি এ পর্যন্ত ১৩০০ বারের বেশি শেয়ার করা হয়েছে।
কিওয়ার্ড ও কিফ্রেম সার্চে বাবরি মসজিদের জন্য শাহরুখ খান কিংবা সালমান খানের দান সংক্রান্ত কোনো সংবাদ নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি। সামাজিক মাধ্যম ফেসবুক (১, ২), ইনস্টাগ্রাম (১, ২) ও এক্সে (১, ২) তাদের ভ্যারিফায়েড একাউন্টেও এ ধরণের কোনো পোস্ট নেই। বিধায়ক হুমায়ুন কবীরের ফেসবুক পেজেও বাবরি মসজিদের জন্য শাহরুখ খান কিংবা সালমান খানের দানের ব্যাপারে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, অযোধ্যার বাবরি মসজিদের অনুকরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মসজিদ তৈরি করতে শনিবার (৬ ডিসেম্বর) মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবীর। ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলায় এই দিনকে বেছে নেওয়া হয়। এ সময় মসজিদ তৈরির জন্য সাহায্য চেয়েছিলেন তিনি। অথচ ছবিতে শাহরুখ খানকে যে চেক দিতে দেখা যায় তাতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের তারিখ দেওয়া। কিছুটা অস্পষ্টভাবে একই তারিখ দেখা যায় দেয়ালের ঘড়িতে।
ভালোভাবে লক্ষ করলে ছবিগুলোতে কিছু অসঙ্গতি নজরে আসে ডিসমিসল্যাবের। তিনটি ছবিতেই চেকের লেখায় বানান ভুল, অর্থহীন শব্দ ও বাস্তব ব্যাংক ফরম্যাটের সঙ্গে অসঙ্গতি দেখা যায়। তাছাড়া টাকার অঙ্কে মুদ্রা চিহ্ন ও ভাষার ব্যবহার এলোমেলো, লোগো ও সরকারি প্রতীকের নকশা বিকৃত। সূক্ষ্ম লেখাগুলো ঝাপসা বা অবাস্তব, ব্যক্তিদের মুখ অস্বাভাবিকভাবে মসৃণ এবং পেছনের বিশাল জনসমাবেশে একই ধরনের মুখাবয়ব বারবার পুনরাবৃত্তি হয়েছে— এসব অসঙ্গতি মিলিয়ে স্পষ্ট যে ছবিগুলো এআই দিয়ে তৈরি বা কৃত্রিমভাবে সম্পাদিত। কনটেন্ট শনাক্তকরণ টুল এআইঅরনট ও হাইভ মডারেশন দিয়ে যাচাই করেও দেখা গেছে ছবিগুলো এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ।
ছবিগুলোর কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ দিয়ে একই পোশাকে শাহরুখ খান ও সালমান খানের পুরোনো ছবি পাওয়া যায়। পোশাকের ধরণ ও রং থেকে বুঝা যায়, বিভিন্ন সময় প্রকাশিত পুরোনো ছবি ব্যবহার করে এসব এআই ছবি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, বাবরি মসজিদের জন্য শাহরুখ খানের ২৫ কোটি ও সালমান খানের ১০ কোটি টাকা দানের দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

