আহমেদ ইয়াসীর আবরার
বস্তাবন্দী কিশোরীকে উদ্ধারের ভিডিওটি পুরোনো
আহমেদ ইয়াসীর আবরার
সম্প্রতি ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছে আরাবি ইসলাম সুবা নামের ১১ বছরের এক কিশোরী। এর প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে বস্তাবন্দি এক কিশোরীকে উদ্ধারের ভিডিও পোস্ট করে অনেকেই আশঙ্কা করছেন যে, এটি সুবা হতে পারে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায় আশঙ্কাটি সঠিক নয়। এই ভিডিওটি ২ বছরের বেশি পুরোনো।
“আরাবি ইসলাম সুবা নামের যে মেয়েটি মোহাম্মদপুর প্রিন্স বাজার (কৃষি মার্কেট সংলগ্ন) তিন রাস্তার মোড় থেকে হারিয়ে গিয়েছিলো, তার বাবা বলেছে মেয়েটার পড়নে নাকি ছিলো কালো প্যান্ট ও গোলাপি রঙের টি শার্ট। আজ বিকালে বিয়ানীবাজার হাওড়ের মাঝে একটি মেয়েকে বস্তাবন্দী অবস্হায় পাওয়া গেছে, এই মেয়েটারও পরনেও কালো প্যান্ট গোলাপি রঙের টি শার্ট! শেয়ার করুন”- এই ধরনের ক্যাপশন ব্যবহার করে একাধিক পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে (১, ২, ৩, ৪, ৫)।

ভিডিওটি যাচাই করতে গিয়ে ডিসমিসল্যাবের সামনে আসে একাত্তর টিভির একটি ভিডিও প্রতিবেদন। ২০২২ সালের ২২ জুলাই একাত্তর টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া এই ভিডিওটির শিরোনাম ছিল “ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী থেকে বস্তাবন্দি এক কিশোরী জীবিত অবস্থায় উদ্ধার।” ভিডিওটিতে বলা হয় টাঙ্গন নদী থেকে এক বস্তাবন্দি কিশোরীকে উদ্ধার করে এলাকার মানুষ। এই ঘটনার আরেকটি ভিডিও পাওয়া যায় অনলাইন নিউজ পোর্টাল নিউজ৭১.টিভির ইউটিউব চ্যানেলে। ২০২২ সালের ৩১ জুলাই আপলোড করা এই ভিডিওটির শিরোনাম ছিল, “ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর থেকে বস্তাবন্দি জীবিত কিশোরী উদ্ধার”। এই ভিডিওটির সঙ্গে সম্প্রতি নিখোঁজ হওয়া কিশোরী সুবার ভিডিও আশঙ্কা করে পোস্ট দেওয়া ভিডিওর মিল পাওয়া যায়। ২০২২ সালে ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দী অবস্থায় জীবিত কিশোরী উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয় একাধিক গণমাধ্যমেও (১, ২, ৩, ৪)। অর্থাৎ, এই ভিডিওটি ২ বছরের বেশি পুরোনো এবং সাম্প্রতিক ঘটনার সাথে এটির সম্পৃক্ততা নেই।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে আরাবি ইসলাম সুবা নামের ১১ বছর বয়সী কিশোরী নিঁখোজ রয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে ঢাকায় এসেছিল সুবা। রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সে। এরপর রাস্তা পার হতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিখোঁজ হয়। এখনও পর্যন্ত সুবার সন্ধান পাওয়া যায়নি। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান তারা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে সুবাকে উদ্ধারে একাধিক দল মোতায়েন করেছেন।