তামারা ইয়াসমীন তমা

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দাবিতে ছড়ানো ভিডিওটি গত বছরের

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দাবিতে ছড়ানো ভিডিওটি গত বছরের

তামারা ইয়াসমীন তমা

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যমে একটি বিমান বিধ্বস্তের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি ২০২৪ সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার দৃশ্য।

২১ জুলাই দুপুরে রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়। ভবনের উপর বিমানটি আছড়ে পড়ার ভিডিও দাবিতে সামাজিক মাধ্যমে ভিডিওটি (,,, ) ছড়াতে দেখা যায়।

উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের বলে ভুয়া দাবি

তবে রিভার্স অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি গত বছরের। ২০২৪ সালের ৯ মে বাংলাদেশ বিমানবাহিনীর একটি ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান চট্টগ্রামে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার সময় প্রশিক্ষণ বিমানটির দুজন পাইলট প্যারাস্যুটের সাহায্যে অবতরণ করেন। এটি সেই ঘটনারই ভিডিও।

একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে (, ,৩) দুর্ঘটনার ভিডিওটি পাওয়া যায়। বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ নিহত হন।

মূল ঘটনার সংবাদ প্রতিবেদন

অন্যদিকে, আজ ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল ভবনের উপর বিধ্বস্ত হয়। এ ঘটনায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক।

অর্থাৎ, ভিডিওটি অন্তত এক বছরের পুরোনো।

আরো কিছু লেখা