আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ঢাবিতে হিজাব পরিধান বাধ্যতামূলক করার দাবিটি সত্য নয়
This article is more than 4 months old

ঢাবিতে হিজাব পরিধান বাধ্যতামূলক করার দাবিটি সত্য নয়

আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে হিজাব পরিধান বাধ্যতামূলক করেছেন- এমন একটি দাবি ছড়াতে দেখা গিয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে (, , , )। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, দাবিটি সত্য নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিজাব পরিধান বাধ্যতামূলক করা হয়েছে এমন ভুল দাবির পোস্টে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তথ্যটি সত্য ধরে নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মন্তব্য করেন ফেসবুক ব্যবহারকারীরা। যেমন একজন লিখেছেন, “আলহামদুলিল্লাহ, নতুন ভিসিকে আরো বেশি বেশি ইসলামের কাজ করে পুণ্য অর্জনের তাওফীক দান করুন।” আরেক ব্যবহারকারী লেখেন, “এই তো নারী স্বাধীনতায় হস্তক্ষেপ শুরু হলো।” আরেকজন লিখেছেন, “আফগানিস্তানের পথে, পড়াশোনাও বাতিল হবে, তারপর উচ্চকণ্ঠে কথা বলা বাতিল হবে।” কয়েকজন ব্যবহারকারী এই তথ্যের সূত্র জানতে চেয়েও মন্তব্য করেন, আবার কেউ কেউ এটিকে গুজব বলেও উড়িয়ে দেন।

বিষয়টি জানতে ডিসমিসল্যাবের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ঢাবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে। তিনি ডিসমিসল্যাবকে জানান, “এ ধরনের কোনো কথা আমি বলিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধর্মের শিক্ষার্থী পড়াশোনা করেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় এই বৈচিত্র্যকে ধারণ করে।”

উল্লেখ্য যে, গত ১০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তীতে উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন ভিসি হিসেবে নিয়োগ করা হয়।

আরো কিছু লেখা