নীতি চাকমা

কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ অফিসার, ডিসমিসল্যাব
জুলাই ২২, ২০২৫
১৪:৫৩:০০
এক বোতল পানির দাম ৬০০ টাকা দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো
This article is more than 3 months old

এক বোতল পানির দাম ৬০০ টাকা দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

জুলাই ২২, ২০২৫
১৪:৫৩:০০

নীতি চাকমা

কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ অফিসার, ডিসমিসল্যাব

রাজধানী ঢাকার উত্তরায় গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ঘটনাটিকে কেন্দ্র করে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এক ব্যক্তি তার আহত বাচ্চাকে রেখে দোকানে পানি কিনতে গেলে দোকানী দুই লিটার এক পানির বোতলের দাম নেন ৬০০ টাকা। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ১০ জুন অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচের ঘটনা এটি।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে এক ব্যক্তিকে বোতল হাতে সংবাদমাধ্যমে কথা বলতে শোনা যায়। চ্যানেল টুয়েন্টিফোরের লোগো দেখতে পাওয়া মাইক্রোফোনে সেই ব্যক্তি বলছেন, “বাচ্চাটাকে আমি মাঠে রেখে এই পানির জন্য একঘন্টা যাবত খুঁজতেসি, একটা দুই লিটার পানির বোতল ৬০০ টাকা দাম চাইসে আমার কাছে।” মাইক্রোফোন ধরে রাখা সাংবাদিক এটি কীভাবে সম্ভব জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন, “এটা আমাদের দেশে সম্ভব। সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের দেশ।”

বেশকিছু ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনা দাবি করে। ভিন্ন ভিন্ন বিবরণে একই ভিডিও শেয়ার করতে দেখা গেছে ফেসবুকের বেশকিছু গ্রুপ (, , , , , ), প্রোফাইল (, , , , , , ) ও পেজ (, ) থেকে। এছড়া লিখিত পোস্টেও (, , , ) একই দাবি ছড়াতে দেখা যায়। এই প্রতিবেদন লেখার সময়েও অনেক ব্যবহারকারীকে অভিন্ন দাবিতে পোস্ট শেয়ার (, , ) করতে দেখা যাচ্ছে। 

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে, মাইক্রোফোনে দেখা চ্যানেল টুয়েন্টিফোরের লোগোকে সূত্র ধরে প্রকৃত ভিডিওটির খোঁজ করে ডিসমিসল্যাব। চ্যানেলটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মূল ভিডিওটি খুঁজে পায় ডিসমিসল্যাব। গত ১০ জুন প্রকাশিত ভিডিওটির বিবরণে লেখা ছিল, “২ লিটের পানি ৬০০ টাকা, এটা বাংলাদেশেই সম্ভব।” বিবরণের সঙ্গে #বাংলাদেশবনামসিঙ্গাপুর (#BangladeshvsSingapore) ও #এএফসিএশিয়ানকাপকোয়ালিফায়ার্স (#AFCAsianCupQualifiers) হ্যাশট্যাগ দুটোও জুড়ে দেওয়া ছিল।

চ্যানেল টুয়েন্টি ফোরের সংবাদ প্রতিবেদন

অর্থাৎ, মূল ভিডিওটি এক মাসেরও বেশি আগের এবং ঘটনাটিও ভিন্ন। গতমাসের ১০ তারিখে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচের দিনের ঘটনা এটি। ইউটিউব ছাড়াও এ ঘটনা নিয়ে একটি অনলাইন প্রতিবেদন এবং ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ডও শেয়ার করে চ্যানেল টুয়েন্টিফোর। 

এ থেকে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটির সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের কোনো সম্পর্ক নেই, মূল ঘটনাটি এক মাসের বেশি পুরোনো এবং একটি ফুটবল ম্যাচের।

আরো কিছু লেখা