তাসনিম তাবাস্সুম মুনমুন

দাবি ভারতে প্রকাশ্যে শেখ হাসিনা, ভিডিও গণভবনে সংবাদ সম্মেলনের
তাসনিম তাবাস্সুম মুনমুন
নয়াদিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা— এ দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনের আগের দৃশ্য এটি।
“🤔নয়া দিল্লিতে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা🔥”— ক্যাপশনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শেখ হাসিনাকে সৌজন্য বিনিময় করেতে দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ব্যবহারকারীরা এক লাখের বেশি বার দেখেছেন, শেয়ার হয়েছে এক হাজার বারের বেশি।

একজন মন্তব্য করেছেন, “আপনি এগিয়ে যান আপা। জয় আমাদের সুনিশ্চিত।” আরেকজন লিখেছেন, “মানবতার মা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” একই ভিডিও এর আগেও একই দাবিতে ছড়াতে দেখা যায়। চলতি বছরের ৯ নভেম্বর বঙ্গবন্ধুর সৈনিক চাঁদপুর ৪ নামের পেজ-এর পোস্টে বলা হয়েছে, “ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এবার প্রকাশ্যে বৈঠক করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা”। এ ভিডিও ফেসবুক ব্যবহারকারীরা দেখেছেন এগারো হাজারের বেশি বার।
কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে এ ঘটনা নিয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদন (১, ২, ৩) খুঁজে পায় ডিসমিসল্যাব। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ভিডিওটি ২০২৪ এর ৮ জানুয়ারির। আরও বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদন (১, ২, ৩) অনুযায়ী ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন সোমবার (৮ জানুয়ারি) দেশি-বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত জানানো হয় আওয়ামী লীগের তরফ থেকে।
এই অনুসারে সেদিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। এই সংবাদ সম্মেলনের শুরুতে তিনি গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। যাচাই করা ভিডিওতে সংবাদ সম্মেলনের আগে সৌজন্য বিনিময়ের এই দৃশ্যই দেখা যাচ্ছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে প্রচারিত ভিডিও প্রতিবেদনই তা নিশ্চিত করে।

পর্যবেক্ষণে দেখা যায়, প্রতিবেদনে শেখ হাসিনার শাড়ি, পেছনের ব্যক্তি, পোশাকের রং, পেছনে গণভবনের দেয়াল যাচাই করা ভিডিওর সঙ্গে মিলে যায়। প্রতিবেদনে বিস্তারিত লেখা হয়েছে, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে দেশি-বিদেশি পর্যবেক্ষক সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। তারিখ: ০৮ জানুয়ারি, ২০২৪”।
অর্থাৎ, নয়াদিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা দাবিতে প্রচার করা ভিডিওটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের।
প্রসঙ্গত, শেখ হাসিনার প্রকাশ্যে আসা নিয়ে ভুয়া দাবি ছড়ানোর এই প্রবণতা নতুন নয়। ৩ বছর আগে শেখ হাসিনার দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দরবার জিয়ারতের ভিডিওকে দিল্লিতে প্রকাশ্যে আসলেন শেখ হাসিনা দাবিতে প্রচার করা হয়। এর আগেও ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে শেখ হাসিনার লন্ডনে যাওয়ার ঘটনাকে ভারতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে ছড়ানো হয়েছিল।