তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
Fact-check: A misleadingly edited video falsely claims that Bangladeshi Islamic scholar Shaykh Ahmadullah advised Muslims to consume bodily fluids for health during a pandemic, whereas the original speech criticizes Baul community beliefs, not health advice.

বাউলদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর সমালোচনা ছড়াচ্ছে মুসলিমদের জন্য ‘স্বাস্থ্য পরামর্শ’ দাবিতে

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

বাংলাদেশি ইসলামি বক্তা “শায়খ আবদুল্লাহ” মহামারির সময় সুস্থ থাকতে “কুমারীদের যৌনরস ও স্তনদুগ্ধ” পানের পরামর্শ দিয়েছেন’— এ দাবিতে সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ভিডিওটি ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহর। তবে ভিডিওতে তিনি স্বাস্থ্য বিষয়ক কোনো পরামর্শ দেননি, বরং বাউল সম্প্রদায়ের আচার উল্লেখ করে বিষয়গুলো তুলে ধরেন। 

ভয়েজ অব বিডি হিন্দুস নামের এক এক্স অ্যাকাউন্ট থেকে শায়খ আহমাদুল্লাহর একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, “কী জঘন্য এই মোল্লারা। শায়খ আবদুল্লাহ নামে এক বাংলাদেশি ইসলামি বক্তা দাবি করেছেন যে, যেকোনো মহামারির সময় সুস্থ থাকতে মুসলমানদের উচিত কুমারী মেয়েদের যৌনরস ও বুকের দুধ পান করা।” একই ভিডিও ভয়েস অব বাংলাদেশি হিন্দুস নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও একই দাবিতে ছড়ানো হয়।  

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “মানুষের শরীরের বিভিন্ন রোগবালাই ভালো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রজ পান করা। রজ বুঝেন? কী? না। রজ বলতে দুইটা জিনিস— এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত। আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে। এই রজ এটা পান করলে কোনো রোগবালাই শরীরে থাকে না। রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, বিভিন্ন রোগ থেকে, বড় বালা মুসিবত অসুখ-বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুত এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয়।”

কিওয়ার্ড সার্চে ৪০ সেকেন্ডের এই খণ্ডিত ভিডিওর মূল উৎস খুঁজে পায় ডিসমিসল্যাব। শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৮ মে মূল ভিডিওটি প্রচারিত হয়। আল আওজাম মারযুকী কোম্পানী আয়োজিত ও আল কাতিফ ইসলামী সেন্টার পরিবেশিত ইসলামী সম্মেলনে “বাউলদের ধর্মবিশ্বাস এবং বিকৃত জীবন ও যৌনাচার” শিরোনামে এই বক্তব্য রাখেন শায়খ আহমাদুল্লাহ। 

প্রায় ৫৭ মিনিটের এই ভিডিওর ২৭ মিনিট ১৫ সেকেন্ড থেকে তাঁকে বলতে শোনা যায়, “বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগবালাই ভালো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রজ পান করা। রজ বুঝেন? কী? না। রজ বলতে দুইটা জিনিস— এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত। আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে। এই রজ এটা পান করলে কোন রোগবালাই শরীরে থাকে না। এটা বাউলদের বিশ্বাস। আরও শুনবেন? তারা বলে, রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, বিভিন্ন রোগ থেকে, বড় বালা মুসিবত, অসুখ-বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুত এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয়।”

যাচাই করা ভিডিওতে, মূল ভিডিও-এর ২৭ মিনিট ১৫ সেকেন্ড থেকে ১৭ সেকেন্ড পর্যন্ত যখন “বাউলদের দৃষ্টিতে” বলেন এবং ২৭ মিনিট ৪৭ সেকেন্ড থেকে ৫৪ সেকেন্ড পর্যন্ত যখন “এটা বাউলদের বিশ্বাস” বলে জানান; সে অংশ বাদ দেওয়া হয়েছে। মূল ভিডিওটি সম্পাদন করে শুরুর ২ সেকেন্ড ও মাঝের ৮ সেকেন্ড বাদ দিয়ে ৪০ সেকেন্ডের এই যাচাই করা ভিডিওটি তৈরি করা হয়েছে। 

অর্থাৎ, শায়খ আহমাদুল্লাহর ৮ বছর আগের ভিডিও সম্পাদনা করে ভুল দাবিতে ছড়ানো হয়েছে। ভিডিওতে তিনি বাউল সম্প্রদায়কে নিয়ে সমালোচনায় যা বলেছেন তা অপ্রাসঙ্গিকভাবে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে মহামারির সময় সুস্থ থাকার জন্য মুসলিমদের উদ্দেশ্যে দেওয়া পরামর্শ হিসেবে। 

বক্তব্য বিকৃতি করে অপতথ্য ছড়ানো নিয়ে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন করেছে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা