সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
Fact-check showing a viral Facebook video falsely claiming Sheikh Hasina will return to Bangladesh before February, using a 2023 speech clip of President Md. Shahabuddin from a civic reception in Pabna that was misrepresented as recent.

ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনা দেশে ফিরছেন দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারির আগেই দেশে ফিরছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। ‘আজকের খবর’ নামে একটি ফেসবুক পেজ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের একটি দৃশ্য জুড়ে দিয়ে ঘটনাটি সাম্প্রতিক বলে উল্লেখ করা হয়। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, দাবিটি সঠিক নয়।

ফেসবুকে গত ২০ জানুয়ারি ‘আজকের খবর’ নামের পেজ থেকে ভিডিওটি (আর্কাইভ লিংক) ছড়িয়ে পড়ে। ১৫ মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বক্তব্য রাখছেন। তার সামনে রাখা ডায়াসের সামনের অংশে লেখা, ‘নাগরিক সংবর্ধনা’, অন্যপাশে লেখা, ‘রাজনীতির আড়ালে’। বক্তব্যে রাষ্ট্রপতি পাবনার মানুষদের এবং তার সমসাময়িক রাজনীতিবিদদের শুভেচ্ছা জানান। তিনি প্রয়াত চারনেতা, আওয়ামী লীগের নেতাকর্মী, শেখ পরিবারের প্রয়াত সদস্য ও সহযোগী মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। ভিডিওর ভেতরে ডানদিকে “আজকের খবর” এর লোগো  এবং বামকোণে “সরাসরি” ও তারিখ হিসেবে “২০ জানুয়ারি ২০২৬” উল্লেখ করা হয়েছে। 

ভিডিওর ক্যাপশনে লেখা, “ফেব্রুয়ারির আগেই দেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা |” পোস্টে আওয়ামী লীগ, শেখ হাসিনা, টকশো এসব হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি  ২ লাখের বেশিবার দেখা হয়েছে এবং ৫০০ বারের বেশি শেয়ার করা হয়েছে। ভিডিওতে সাড়ে ৮ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে।

ঘটনাটির সত্যতা যাচাইয়ে কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে ২০২৩ সালের ১৬ মে সংবাদমাধ্যম মাছরাঙা নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে লেখা, “সরাসরি পাবনায় নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠান”।  ৩ ঘণ্টা ৫০ মিনিটের ভিডিওর ৩ ঘণ্টা ০১ মিনিট ৩২ সেকেন্ড থেকে ৩ ঘণ্টা ১৬ মিনিট ৩১ সেকেন্ড অংশের সাথে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যপটের হুবহু সাদৃশ্য রয়েছে।

আরও বিস্তারিত যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড ধরে সার্চ করলে একাধিক সংবাদমাধ্যমে (, , , ) প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায় ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ সাহাবুদ্দিন। একই বছরের ১৬ মে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে তার নিজ জেলা পাবনার নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই তিনি বক্তব্য রাখেন। তখন শেখ হাসিনা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। তাছাড়া এই বক্তব্যে শেখ হাসিনাকে দেশ ফিরিয়ে আনার ব্যাপারে কোনো মন্তব্য রাষ্ট্রপতি করেননি।

অতএব, চলতি বছরের ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনা দেশে ফিরছেন- এমন দাবিতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বক্তব্যের ভিডিওটি অন্তত ৩ বছরের পুরোনো এবং ভিন্ন ঘটনার। বক্তব্যের কোথাও শেখ হাসিনার দেশে ফেরার কোনো প্রসঙ্গ উঠে আসেনি।

আরো কিছু লেখা