মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব
অক্টোবর ২৩, ২০২৫
১৬:৪৮:০৭
পুতুল হেলিকপ্টারে কলকাতায় আসছেন দাবিতে ভারতের রাষ্ট্রপতির ভিডিও প্রচার

পুতুল হেলিকপ্টারে কলকাতায় আসছেন দাবিতে ভারতের রাষ্ট্রপতির ভিডিও প্রচার

অক্টোবর ২৩, ২০২৫
১৬:৪৮:০৭

মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব

কলকাতায় আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে মিটিং করতে হেলিকপ্টারে কলকাতায় আসছেন সায়মা ওয়াজেদ পুতুল— এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, মূলত ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারের অবতরণের দৃশ্যের কিছু অংশ ব্যবহার করা হয়েছে ভিডিওতে।

“জয় বাংলা জয় বঙ্গবন্ধু” নামের একটি প্রোফাইল থেকে পোস্ট হওয়া ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “কলকাতায় আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতাদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে বিশেষ হেলিকপ্টার কলকাতায় আসছেন সায়মা ওয়াজের পুতুল,, ভার্চুয়াল উপস্থিত থাকবেন,জননেত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়।” শেষে আরও লেখা হয়, “আজ রাত ১০:০০ টায় বিস্তারিত জানা যাবে।”

ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরিহিত একজন নারী একটি সাদা গাড়িতে উঠছেন এবং তাকে লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ১৫০ বারের বেশি শেয়ার করা হয়েছে এবং পোস্টে প্রতিক্রিয়া জানানো হয়েছে ছয়শটিরও বেশি। ভিডিওটির আরও একাধিক ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে একই দাবিতে পোস্ট করা হয় (, , , , )। 

ভিডিওর সত্যতা যাচাইয়ে একাধিক কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই- এর  ইউটিউব চ্যানেলে তিন ঘণ্টা ছয় মিনিটের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর একাধিক দৃশ্যের সঙ্গে পুতুলের কলকাতায় যাওয়ার দাবিতে ছড়ানো ৯ সেকেন্ডের ভিডিওর দৃশ্যগুলো হুবহু মিলে যায়। বিশেষ করে, এএনআই-এর লাইভ ভিডিওটির ৩৯ মিনিট ৩৪ সেকেন্ড অংশে দেখানো দৃশ্যের সঙ্গে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট হওয়া ভিডিওর তিন সেকেন্ড অংশের হুবহু মিলে রয়েছে।

  • সায়মা ওয়াজেদ পুতুল হেলিকপ্টারে কলকাতায় আসছেন দাবি ফ্যাক্টচেক
  • সায়মা ওয়াজেদ পুতুল হেলিকপ্টারে কলকাতায় আসছেন দাবি ফ্যাক্টচেক

পরবর্তী যাচাইয়ে ভিডিওটির প্রেক্ষাপট সম্বন্ধে জানা যায়। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়াএনডিটিভির প্রতিবেদন সামনে আসে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি বুধবার (২২ অক্টোবর) সকালে ভারতের কেরালার পাথানামথিট্টার কাছে প্রমাদম নামক একটি জায়গায় অবতরণ করে। এসময় সকাল ৯টা ৫ মিনিটে নতুনভাবে প্রস্তুত করা হেলিপ্যাডের কংক্রিটে হেলিকপ্টারটির টায়ার সামান্য দেবে যায়। তবে রাষ্ট্রপতির হেলিকপ্টার নিরাপদেই অবতরণ করে। তিনি শবরীমালা আয়াপ্পা নামের একটি মন্দিরের উদ্দ্যেশ্যে যাত্রা করছিলেন। 

দা হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়, “সরকারি সূত্রে জানা গেছে, প্রমাদাম ইনডোর স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডের কাজ রাষ্ট্রপতির ফ্লাইট পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টা আগে শেষ হয়। মূলত রাষ্ট্রপতির নিলাক্কালে অবতরণের কথা ছিল। তবে এলাকাজুড়ে বিরাজমান প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন করা হয়। পরে পুলিশ ও অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরা হেলিকপ্টারটিকে নরম মাটি থেকে ঠেলে সরিয়ে নেন।”

অর্থাৎ, এটি আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে মিটিং করতে সায়মা ওয়াজেদ পুতুলের হেলিকপ্টারে কলকাতায় যাওয়ার নয়, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারের একটি দৃশ্য।

আরো কিছু লেখা