ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ডিসেম্বর ১, ২০২৫
১৭:১৭:৪৫
ফ্যাক্টচেক: শেখ হাসিনার বাড়িতে সাদিক কায়েমের সমাবেশের দাবিটি মিথ্যা

ফ্যাক্টচেক: শেখ হাসিনার বাড়িতে সাদিক কায়েমের সমাবেশের দাবিটি মিথ্যা

ডিসেম্বর ১, ২০২৫
১৭:১৭:৪৫

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়িতে সাদিক কায়েমের সমাবেশ দেখতে জনতার ঢল– এমন দাবিতে একটি ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েম গোপালগঞ্জের কোনো সমাবেশে অংশগ্রহণ করেনি। এই বিষয়ে ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন সাদিক কায়েম নিজেই। 

গত ৩০ নভেম্বর ইউটিউবে “ইনসকাফ কথন” নামের একটি চ্যানেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের শিরোনামে লেখা, “হাসিনার বাড়িতে সাদিক কায়েমের সমাবেশ || গোপালগঞ্জে সাদিক কায়েম কে দেখতে জনতার ঢল।” এ প্রতিবেদন প্রকাশের পূর্বে ভিডিওটি ২৭ হাজারেরও বেশিবার দেখা হয়েছে, প্রতিক্রিয়া আছে ৭৬৫টি।

  • ফ্যাক্টচেক গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়িতে সাদিক কায়েমের সমাবেশে অংশগ্রহণের ভুয়া দাবি প্রচার

ভিডিওর সত্যতা যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করলে ইউটিউবে প্রকাশিত চলতি বছরের ২২ নভেম্বরের দুটি ভিডিও (,) খুঁজে পায় ডিসমিসল্যাব। ভিডিওগুলোর শিরোনাম অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে খুলনায় বিএনপির সমালোচনামূলক বক্তব্য রাখেন সাদিক কায়েম। খুলনার নির্বাচনী প্রচারণায় সাদিক কায়েমের বক্তব্যের ভিডিওগুলোর কিছু দৃশ্য গোপালগঞ্জের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্যবহার করা হয়।

  • গোপালগঞ্জে সাদিক কায়েমের সমাবেশ দেখতে জনতার ঢল বলে ভুয়া দাবি প্রচার
  • ফ্যাক্টচেক গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়িতে শিবির সাদিক কায়েমের সমাবেশে অংশগ্রহণের ভুল দাবি প্রচার

এছাড়া, গত ২৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে প্রকাশিত একাধিক (১,) ভিডিও থেকে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জে সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী সেলিম উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন সাদিক কায়েম। দৈনিক সিলেটের ডাকের একটি প্রতিবেদনেও সেলিম উদ্দিনের নির্বাচনী প্রচারণায় সাদিক কায়েমের উপস্থিতির কথা উল্লেখ করা হয়।

পাশাপাশি, গণমাধ্যম সারা বাংলার একটি প্রতিবেদন থেকে জানা যায়, একই দিনে সাদিক কায়েম কোম্পানিগঞ্জে সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীনের হয়েও প্রচারণা চালান। এর আগে ২৬ নভেম্বরে তিনি নিজ জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে সংবর্ধনা ও সমাবেশে “ইনসাফের প্রতীক” বেছে নেওয়ার আহবান জানিয়েছিলেন।

  • ফ্যাক্টচেক: গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়িতে সাদিক কায়েমের সমাবেশে অংশগ্রহণের ভুল দাবি প্রচার

অধিকতর যাচাইয়ে সাদিক কায়েমের সঙ্গে যোগাযোগ করলে তিনি ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন গোপালগঞ্জের কোনো সমাবেশে তিনি অংশগ্রহণ করেননি।

অর্থাৎ, সাদিক কায়েম গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়িতে গিয়েছেন – এই দাবিটি সত্য নয়।

আরো কিছু লেখা