সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
act-check image debunking a viral Facebook claim falsely attributing comments to Sachin Tendulkar saying Bangladesh cannot survive without India and that IPL viewership loss would not affect India.

ভারতকে ছাড়া বাংলাদেশের চলবে না- শচীন টেন্ডুলকারের বলে ছড়ানো মন্তব্যটি ভুয়া

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

বাংলাদেশের মানুষ আইপিএল না দেখলে ভারতের বিন্দুমাত্র ক্ষতি হবে না। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মনে রাখা উচিত ভারতকে ছাড়া বাংলাদেশের চলবে না- এমন দাবিতে ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের একটি মন্তব্য সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভারতীয় কোনো সংবাদমাধ্যমে বা সামাজিক মাধ্যমে শচীন টেন্ডুলকারের ভেরিফায়েড কোনো অ্যাকাউন্টেও প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

ফেসবুকে “ওয়ান স্পোর্টস” নামের একটি পেজ থেকে ফটোকার্ডের আদলে তৈরি একটি ছবি পোস্ট করা হয়। কার্ডে শচীন টেন্ডুলকার ও মোস্তাফিজুর রহমানের ছবি দেওয়া আছে। ফটোকার্ডের ভেতরে লেখা, “মোস্তাফিজুর রহমান অসাধারণ বোলার এটা নিয়ে কোনো সন্দেহ নেই।কিন্তু ভারতের আইপিএল দেখবে না তাতে ভারতের বিন্দুমাত্র ক্ষতি হবে না। বাংলাদেশি ভক্তদের মনে রাখা উচিত তাদের ভারত ছাড়া চলবেনা। কিন্তু ভারতের বাংলাদেশের প্রয়োজন নেই।” (লেখা অপরিবর্তিত)।

মন্তব্যটি যে শচীন টেন্ডুলকার করেছেন তা বোঝাতে নিচে “সচিন টেন্ডুলকার” নাম দেওয়া রয়েছে। ক্যাপশনে লেখা, “ভার*তকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে না এমনটাই মনে করেন ভার*তের সাবেক তারকা ক্রিকেটার সচিন টেন্ডুলকার।”

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত পোস্টটিতে ২৪ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। কার্ডটি ১০০ বারের বেশি শেয়ার করা হয়েছে এবং ব্যবহারকারীরা ফটোকার্ডটিতে আড়াইহাজারের বেশি মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “একজন ভালো খেলোয়াড়ের জোকারের মত কথা”, আরেকজন মন্তব্য করেছেন,” ক্রিকেটার বড় মন কিন্তু ছোটই।।”

ফেসবুকের একাধিক গ্রুপ, পেজ এবং ব্যক্তিগত প্রোফাইল  (, , , , , ) থেকে একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়। ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একই ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, “নিজেরা নিজেদের সাথেই বিশ্বকাপ খেলে দেখিয়ে দেও, তোমরা কাউকে গুনো না। 💪 ভারত একাই একশ! 😴” ( বানান অপরিবর্তিত)।

এই মন্তব্যের সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ভারতীয় কোনো গণমাধ্যমে শচীন টেন্ডুলকারের এমন বক্তব্য বা উক্তি খুঁজে পায়নি ডিসমিসল্যাব। গত ১৪ ডিসেম্বর আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি মুম্বাই ভ্রমণ করেন। সেদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে আর্জেন্টাইন ফুটবলারকে নিজের একটি জার্সি উপহার দেন টেন্ডুলকার। এই অনুষ্ঠানে মেসির প্রশংসা করে কিছু কথা বলেছিলেন সাবেক ভারত অধিনায়ক। মিডিয়ায় যেকোনো প্রসঙ্গে সর্বশেষ এই মন্তব্যটি পাওয়া যাচ্ছে।

এছাড়া এই সাবেক তারকা ক্রিকেটারের অফিশিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বা এক্স অ্যাকাউন্টেও এমন মন্তব্যের কোনো পোস্ট পাওয়া যায়নি। ক্রিসমাস উপলক্ষে এই তিনটি প্ল্যাটফর্মে পোস্ট করেছিলেন। এর বাইরে গত ২৮ ডিসেম্বর মুম্বাই পুলিশকে উদ্দেশ্য করে একটা টুইট করেছিলেন এক্স-এ। মোস্তাফিজ, বাংলাদেশ বা আইপিএল নিয়ে গত এক মাসে তাকে কোনো পোস্ট করতে দেখা যায়নি।

অর্থাৎ, ভারতকে ছাড়া বাংলাদেশের চলবে না ধরনের কোনো মন্তব্য বা বাংলাদেশে খেলোয়াড়দের নিয়ে কোনো উক্তি প্রকাশ্যে সম্প্রতি শচীন টেন্ডুলকার করেনি।

তাই প্রচারিত ফটোকার্ডের দাবিটি ভুয়া। আগেও খেলোয়াড়দের ভুয়া মন্তব্যের এমন দাবি ছড়িয়েছিল যা ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক প্রতিবেদনে উঠে এসেছে। 

প্রসঙ্গত, ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ইতঃপূর্বে ভারতের ক্রিকেটারদের নিয়ে প্রচারিত একাধিক ভুয়া মন্তব্য রিউমর স্ক্যানারের (,) ফ্যাক্টচেক প্রতিবেদনে পাওয়া যায়।

আরো কিছু লেখা