ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check: Fake comment attributed to Rashid Khan supporting decision to bar Mustafizur Rahman from IPL 2026

ফ্যাক্টচেক: মোস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্তে রশিদ খানের সমর্থনের মন্তব্যটি ভুয়া

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

২০২৬ আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সমর্থন করেন আফগানিস্তানের রশিদ খান। এমন একটি মন্তব্য সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক বলছে মোস্তাফিজের আইপিএলে যাওয়া বা না যাওয়া নিয়ে প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ককে।

ফেসবুকে “T Sports Bangladesh” নামের একটি পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। কার্ডে মোস্তাফিজ ও রশিদের ছবি দেওয়া আছে। ফটোকার্ডের ভেতরে লেখা, “”যে দেশের মানুষ ভারতের মতো মহান দেশকে অসম্মান করে, তাদের জাতীয় পতাকা পায়ে মাড়ায়, সেই বাংলাদেশী প্লেয়ারদের আইপিএল খেলতে না দেওয়ার এই সিদ্ধান্তকে আমরা পূর্ণ সমর্থন করি। আমরা সবসময় বন্ধুদেশ ভারতের পাশে আছি।” মন্তব্যটি যে রশিদ করেছেন সেটা বোঝাতে নিচে বড় ফন্টে আফগান স্পিনারের নাম দেওয়া। ক্যাপশনে লেখা, “রাশিদ খান বলছেন ”।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই পোস্টে ৭ হাজারের বেশি প্রতিক্রিয়া ছিল। ২ হাজার ৪০০টি মন্তব্যের পাশাপাশি ৫৩বার শেয়ার করা হয়েছে এই পোস্ট।

একই দাবি করে ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একই ফটোকার্ড পোস্ট হতে দেখা যায়। ক্যাপশনে লেখা হয়, “ভারতের দা*লা*ল রশিদ খান মুস্তাফিজুর রহমান কে নিয়ে যা বলেছে”  (বানান অপরিবর্তিত)।

ঘটনার সত্যতা যাচাইয়ে কিওয়ার্ড সার্চ করে কোনো গণমাধ্যমে রশিদ খানের এমন বক্তব্য খুঁজে পায়নি ডিসমিসল্যাব। এছাড়া ক্রিকেটার রশিদ খানের অফিশিয়াল ফেসবুক, ইনস্টাগ্রাম বা এক্স  প্রোফাইলেও এমন মন্তব্যের কোনো পোস্ট পাওয়া যায়নি।

রশিদ খান বর্তমানে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলছেন। বাংলাদেশি পেসার মোস্তাফিজকে গত ৩ জানুয়ারি আইপিএলের দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এরপর রশিদকে প্রকাশ্যে গত ৪ জানুয়ারি মিডিয়ার সামনে কথা বলতে দেখা গেছে। এসএ টোয়েন্টির ম্যাচ এর আগে-পরে নিজ দল ও খেলা নিয়েই কথা বলতে দেখা গেছে তাকে। আইপিএল বা মোস্তাফিজ প্রসঙ্গে কিছু বলেননি।

অর্থাৎ, আসন্ন ২০২৬ আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নিয়ে ছড়ানো আফগানিস্তানের রশিদ খানের মন্তব্যটি ভুয়া।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া এএনআইকে বলেন, “সর্বত্র চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দলে থাকা বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, কেকেআর যদি তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে”।

আরো কিছু লেখা