তাসনিম তাবাস্সুম মুনমুন

রাজস্থানে ভারতীয় সেনাবাহিনীর ড্রিলের ভিডিও বাংলাদেশ সীমান্তে সামরিক মহড়া বলে প্রচার
তাসনিম তাবাস্সুম মুনমুন
বাংলাদেশ সীমান্তের পাশে ভারত সামরিক মহড়া চালাচ্ছে, এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে ডিসমিসল্যাব ফ্যাক্টচেকে করে দেখতে পেয়েছে, ভিডিওটি বাংলাদেশ-ভারত সীমান্তের নয় রাজস্থানের। থর মরুভূমির মাহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে ‘সেন্টিনেল স্ট্রাইক’ নামে ভারতীয় সেনাবাহিনীর একটি ড্রিলের ভিডিও ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর দাবিতে।
“বাংলাদেশ বর্ডারের পাশে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে ভারত,বাংলাদেশের কি প্রস্তুতি?”- দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। পোস্টে একজন মন্তব্য করেছেন, “আমাদের ও কিছু করা উচিত।” আরেকজন লিখেছেন, “ভারত আমাদেরকে ভয় দেখাচ্ছে আমরাও এরকম ছাড়তে পারি। আমাদেরও এখন আছে।” ভিডিওটি এ পর্যন্ত ১০ লক্ষ বারের বেশি দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় দুই হাজার বার।

কিফ্রেম ধরে সার্চ করলে ভারতীয় গণমাধ্যম আইএডিএন (ইন্ডিয়ান এরোস্পেস ডিফেন্স নিউজ) এর ফেসবুক পেজ “আইএডিএন সেন্টার”-এ একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ২ নভেম্বর প্রকাশিত ওই ভিডিও-র ক্যাপশনে লেখা, “ভারতীয় সেনাবাহিনী ২৮–৩০ অক্টোবর রাজস্থানের মাহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে ‘এক্সারসাইজ সেন্টিনেল স্ট্রাইক’ পরিচালনা করেছে।”
অধিকতর যাচাইয়ে কিওয়ার্ড সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ভেরিফায়েড ইউটিউব পেজের একটি ভিডিও প্রতিবেদন ডিসমিসল্যাবের সামনে আসে। যাচাই করা ভিডিও-র সঙ্গে প্রতিবেদনের ভিডিও হুবহু মিলে যায়। ভিডিওর বিবরণে এনডিটিভি লিখেছে, “সপ্ত শক্তি কমান্ড থর মরুভূমির মাহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে ‘সেন্টিনেল স্ট্রাইক’ নামে একটি বড় সমন্বিত মহড়া পরিচালনা করেছে। এতে সেনাবাহিনী তাদের নির্ভুল ফায়ার ও ম্যানুভার সক্ষমতা প্রদর্শন করে।”

ভারতের প্রতিরক্ষা, কূটনীতি ও ভূ-কৌশল ভিত্তিক সংবাদমাধ্যম “ইন্ডিয়ান সেন্টিনেল” এর ইউটিউব চ্যানেলেও একই ভিডিও পাওয়া যায়। তাতে বলা হয়েছে, “ভারতীয় সেনাবাহিনীর সপ্ত শক্তি কমান্ড (দক্ষিণ-পশ্চিম কমান্ড) রাজস্থানের থর মরুভূমিতে মাহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে (এমএফএফআর) ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ‘সেন্টিনেল স্ট্রাইক’ নামে একটি বৃহৎ সমন্বিত অগ্নি ও কৌশলগত মহড়া পরিচালনা করেছে।”
মহড়া সম্পর্কিত একাধিক প্রতিবেদন (১, ২, ৩, ৪) পাওয়া যায়। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ১৫ নভেম্বর এক প্রতিবেদনে জানায়, “ভারতীয় সেনাবাহিনীর সপ্ত শক্তি কমান্ড থর মরুভূমির মাহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে বড় একটি যুদ্ধ মহড়া করেছে। এই মহড়ায় সেনাদের প্রস্তুতি এবং ক্ষমতা যাচাই করা হয়। রণবঙ্কুরা ডিভিশন এই অনুশীলনের নেতৃত্ব দিয়েছে। মহড়ার সময় কমান্ড প্রধান লেফটেন্যান্ট জেনারেল মঞ্জিন্দর সিং সব কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন।” দ্যা ইকোনমিক টাইমস প্রতিরক্ষা সূত্রে জানায়, “তিন দিনের (২৮ থেকে ৩০ অক্টোবর) ‘সেন্টিনেল স্ট্রাইক’ মহড়ায় মেকানাইজড সেনাবাহিনীর সমন্বিত স্থল অভিযান এবং বিভিন্ন আকাশ ও স্থল প্ল্যাটফর্ম থেকে লাইভ ফায়ারিং অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ছিল দীর্ঘ-পরিসরের দেশীয় সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টার, আর্টিলারি গান, অজেয় (টি-৭২) ট্যাংক ও বিএমপি।”
প্রসঙ্গত, রাজস্থানের সঙ্গে বাংলাদেশের সীমান্ত নেই। রাজস্থান ভারতের পশ্চিম দিকের রাজ্য, পাকিস্তান সীমান্তে। বাংলাদেশের সীমানা মূলত ভারতের পূর্ব ও দক্ষিণ-পূর্ব রাজ্যগুলির সাথে—যেমন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম।
অর্থাৎ, মূল ভিডিও ভারতের রাজস্থানের থর মরুভূমিতে ভারতীয় সেনাবাহিনীর সমন্বিত ফায়ার ও ম্যানুভার মহড়ার, বাংলাদেশ সীমান্তের পাশে নয়। ভারতীয় সেনাবাহিনীর সপ্ত শক্তি কমান্ড বা সাউথ ওয়েস্টার্ন কমান্ড ঐ মরুভূমির মাহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে ‘সেন্টিনেল স্ট্রাইক’ নামে এই মহড়া চালিয়েছে।