মো. তৌহিদুল ইসলাম

অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির মন্তব্যটি দুই বছর পুরোনো
মো. তৌহিদুল ইসলাম
অনির্বাচিত কারও দ্বারা কোনো সরকার বৈধ নয়- আসন্ন নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এমন মন্তব্য করেছেন বলে ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ২০২৩ সালে এখন টেলিভিশনকে দেওয়া তার একটি সাক্ষাৎকার থেকে ভিডিওর অংশটুকু নেওয়া হয়েছে।
ফেসবুকে একটি প্রোফাইল থেকে ৩ নভেম্বর আপলোড হওয়া ১৭ সেকেন্ডের ভিডিওতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলছেন, “অনির্বাচিত কারও দ্বারা কোনো সরকার বৈধ নয়। আর সেই ধারাকে পুনরুজ্জীবিত করার সুযোগ আইনত নাই এবং এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না।” এছাড়া ভিডিওর মধ্যে থাকা টাইটেলে লেখা আছে, “আসন্ন নির্বাচন নিয়ে মহামান্য রাষ্ট্রপতি যা বলেছেন।” একই ভিডিও একটি গ্রুপেও পোস্ট হতে দেখা যায়।

ভিডিওর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে খোঁজ করলে, সংবাদমাধ্যম “এখন টেলিভিশনের” ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রায় ২৬ মিনিটের একটি ভিডিও পাওয়া যায়। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানে তার পরনে থাকা পোশাক, ব্লেজারে লাগানো ব্যাচ এবং পেছনের ছবি ও ক্রেস্টের দৃশ্য সম্প্রতি ছড়ানো ভিডিওর সঙ্গে হুবহু মিলে যায়। ভিডিওর ২০ মিনিট ৪৩ সেকেন্ড থেকে ২১ মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত অংশ সম্প্রতি ছড়ানো ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

পুরো সাক্ষাৎকারটির বক্তব্য ও প্রেক্ষাপট অনুযায়ী, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব লাভের পর দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে কথা বলছিলেন। যেখানে তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের অধীনে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতার পক্ষে বিভিন্ন যুক্তি দিতে গিয়ে এ ধরণের মন্তব্য করেন।
অর্থাৎ, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কথাগুলো আসন্ন নির্বাচন নিয়ে বলেননি, বরং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলেছিলেন।