মিনহাজ আমান
প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রীর এডিটেড ছবি সামাজিক মাধ্যমে
মিনহাজ আমান
সামাজিক মাধ্যম ফেসবুকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ও তার স্ত্রীর একটি ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়েছে। কিন্তু যাচাইয়ে দেখা গেছে, ছবিটি সম্পাদিত। মূলত, পলকের ফেসবুক পেজে পোস্ট করা একটি ছবিকে সম্পাদনা করে সেটিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।
গত ৩১ জুলাই বেশ কিছু আইডি (১, ২) থেকে প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রীর একটি ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়ে। ফেসবুকের এক গ্রুপে শেয়ার করা ছবিটিতে প্রতিমন্ত্রী পলকের সঙ্গে একজন নারীকেও দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখা- “এবার পলক সাহেবের লিংক ভাইরাল, লিংক লাগলে ইনবক্সে।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটি শেয়ার করেছেন ৩২ জন ব্যবহারকারী। প্রতিক্রিয়া জানিয়েছেন ৪৮৭ জন আর মন্তব্য করেছেন ৮৫ জন ব্যবহারকারী।
কিন্তু ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ছবিটি সম্পাদনা করে ছড়ানো হয়েছে। মূলত, পলকের পেজে পোস্ট করা একটি ছবিকে সম্পাদনা করে প্রচার করা হচ্ছে। আসল ছবির ক্যাপশন ছিল- “আমি ও বউ (Me & Bou)।” অর্থাৎ, ছবিতে তার পাশের নারী তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা।