তৌহিদুল ইসলাম রাসো
যাচাইকৃত মশাল মিছিলের ভিডিও পুনরায় ছড়াচ্ছে ভুয়া দাবিতে
তৌহিদুল ইসলাম রাসো
আওয়ামী লীগের মশাল মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে। বলা হচ্ছে ১৮ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে সিলেটে এই মিছিল করেছে আওয়ামী লীগ। তবে যাচাইয়ে দেখা গেছে ভিডিওটি পুরোনো। গত জানুয়ারিতেও একই ভিডিও আওয়ামী লীগের মশাল মিছিল দাবিতে প্রচারিত হওয়ার পর ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল একাধিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান। মিছিলের আসল ভিডিওটি প্রায় দেড় বছরের পুরোনো এবং সেটি আওয়ামী লীগের নয় বরং বিএনপির।
ফেসবুকের বেশ কিছু আক্যাউন্ট থেকে (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭) ভিডিওটি শেয়ার করে বলা হয় এটি সাম্প্রতিক আওয়ামী লীগের আন্দোলনের ভিডিও। বিবরণীতে প্রায় একই দাবিতে বলা হচ্ছে– “১৭/০২/২০২৫ বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচী সিলেটে মশাল মিছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”

ইউটিউবের একাধিক চ্যানেলেও (১, ২, ৩) অসত্য দাবিতে ছড়ানো হয়েছে ভিডিওটি। ১৭ ফেব্রুয়ারি পোস্ট করা এসব ভিডিওতে এটিকে সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল হিসেবে দাবি করা হয়েছে।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনলাইনে কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করে দেখে ডিসমিসল্যাব। সেই সার্চে দেশের দুটি ফ্যাক্টচেক প্রতিষ্ঠানের যাচাই প্রতিবেদন (১, ২) খুঁজে পাওয়া যায়, যেগুলো প্রকাশিত হয়েছিল গত ১৮ জানুয়ারি।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনে জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগসহ অন্য আরও কিছু দাবিতে ১৮ জানুয়ারী হরতালের ডাক দেয় আওয়ামী লীগ সমর্থিত অনলাইন প্লাটফর্ম এ টিম। এরই সমর্থনে সে সময় ‘হরতালের সমর্থনে সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং’ বিবরণীতে এই ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়ায়। তবে যাচাইয়ে প্রতিষ্ঠানটি জানায়, প্রচারিত ভিডিওটি ১৮ জানুয়ারির হরতাল সমর্থনে আওয়ামী লীগের মশাল মিছিলের নয় বরং, বিএনপির মশাল মিছিলের পুরোনো একটি ভিডিও। দৈনিক সমকালের লোগোযুক্ত ভিডিওটি তারা খুঁজে পায় গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে। ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের সঙ্গে আলোচিত ভিডিওটির সাদৃশ্য খুঁজে পায় তারা।

ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশের প্রায় এক মাস পর একই ভিডিও আবারও ছড়ায় সেই ভুয়া দাবিতে। তবে একই দাবি অর্থাৎ আওয়ামী লীগের মিছিল বলা হলেও আন্দোলনের সময়টা পরিবর্তন করা হয়। এবার ভিডিওটি ছড়াতে দেখা গেছে দলটির ফেব্রুয়ারি মাসের নতুন কর্মসূচিকে ঘিরে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও “অপশাসন-নির্যাতনের” প্রতিবাদে ১৬ ও ১৮ ফেব্রুয়ারি হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। আর ছড়িয়ে পড়া ভিডিওতে বলা হয় ১৮ ফেব্রুয়ারির সেই হরতালের সমর্থনে আগের দিন রাতে মশাল মিছিল করছে সিলেটের আওয়ামী লীগ কর্মীরা; যা একটি অসত্য দাবি। অর্থাৎ বিএনপির ২০২৩ সালের মশাল আন্দোলনের ভিডিও এক মাসের ব্যবধানে দুইবার ছড়িয়েছে একই ভুয়া দাবিতে।
তবে কোনো ভুয়া দাবি ফ্যাক্টচেক হওয়ার পর পুনরায় অসত্য দাবিতে ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও একাধিক সময়ে এ ধরনের ঘটনা দেখা গেছে। গত ডিসেম্বরে এবি পার্টির বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে নিয়ে একটি ভুয়া তথ্য ছড়ালে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে ফেসবুকের থার্ড পার্টি ফ্যাক্টচেকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্টওয়াচ’। কিন্তু প্রায় ২ মাস পর সেই একই দাবিতে অপতথ্য ছড়ায় সামাজিক মাধ্যমে। এরপর তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
এছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবির সঙ্গে একটি দাবি ভাইরাল হয়। বলা হয় ছবিতে থাকা ছয় বান্ধবী একসঙ্গে বিসিএস ক্যাডার হয়েছেন। তবে সে সময় এটি ভুয়া প্রমাণ করে প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। কিন্তু প্রায় এক বছর পর একই ভুয়া দাবি পুনরায় ছড়ায় সামাজিক মাধ্যমে। আর সেটি নিয়ে চলতি বছরের ৩০ জানুয়ারি আবারও প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।