তৌহিদুল ইসলাম রাসো
স্বেচ্ছাসেবক দলের মিছিলকে আওয়ামী লীগের দাবিতে প্রচার
তৌহিদুল ইসলাম রাসো
সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ঝাড়ু মিছিলের ভিডিও শেয়ার হতে দেখা গেছে। আওয়ামী লীগ সমর্থিত বেশকিছু প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করে বলা হচ্ছে আওয়ামী লীগের সৈনিকরা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল করছে। তবে যাচাইয়ে দেখা গেছে দাবিটি ভুয়া। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মিছিলটি ছিল সিলেটের পদবঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের।
আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রথম ভিডিওটি ‘আমরা জয় বাংলার লোক’ নামের একটি প্রোফাইল থেকে প্রথম শেয়ার হতে দেখে ডিসমিসল্যাব। গত ২২ মার্চ রাত ১২ টা ১৭ মিনিটে সেটি শেয়ার করা হয়। পোস্টের বিবরণে লেখা, “সরাসরি আওয়ামী লীগের সৈনিকরা অবৈধ দখলদার ইউনূসের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল।” ১১ সেকেন্ডের ভিডিওতে একদল লোককে রাতের বেলা রাস্তায় ঝাড়ু হাতে স্লোগানরত অবস্থায় হাঁটতে দেখা যায়। স্লোগানে শেখ হাসিনার পক্ষে ও ড. ইউনূসের বিপক্ষে কথা বলতে শোনা যায়।

প্রথম পোস্টের পরপরই কয়েক মিনিটের ব্যবধানে আরও কয়েকটি প্রোফাইল (১, ২, ৩, ৪) থেকে একই বিবরণে ভিডিওটি শেয়ার করা হয়। রাত ৩টা ১২ মিনিটে একই দাবিতে এটি পোস্ট করা হয় কামরুন নাহার সুমি নামের প্রোফাইল থেকে। সেই ভিডিওটি এখন পর্যন্ত ১৬ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং প্রায় এক হাজার ব্যবহারকারী সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া সেখানে আওয়ামী লীগের মিছিল ভেবে মন্তব্য করেছেন অনেকে। এক ব্যবহারকারী লিখেছেন, “এই ইউনূসের বিচার বাংলার মাটিতে হবে।” আরেক ব্যবহারকারী লেখেন, “এই মুহূর্তে উত্তপ্ত ধানমন্ডি ৩২! স্লোগানে মুখরিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু! শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই!”
আওয়ামী লীগের মিছিল দাবি করে শেয়ার করা প্রোফাইলগুলো বিশ্লেষণ করে দেখা যায় এর পরিচালনায় থাকা ব্যক্তিরা নিজেদের আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত বলে পরিচয় দিচ্ছেন। কেউ কেউ দলটির সমর্থনে বিভিন্ন সময়ে একাধিক পোস্ট শেয়ার করেছেন। আবার কিছু কিছু প্রোফাইলের ছবি এবং নামে সরাসরি আওয়ামী লীগ সমর্থক বলে জানাচ্ছেন।

ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাইয়ের শুরুতে রিভার্স ইমেচ সার্চ করে ডিসমিসল্যাব। তবে সার্চে এ সম্পর্কে একই দাবির ভিডিও ছাড়া নতুন কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে “ঝাড়ু মিছিল” কিওয়ার্ড দিয়ে অনলাইনে সার্চ করা হয়। এবার একই ফুটেজের আলাদা ভিডিও অনলাইনে খুঁজে পাওয়া যায়। সংবাদমাধ্যম দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয় গত ২০ মার্চ। পোস্টের বিবরণে বলা হয়েছে, “সিলেটে পদবঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের ঝাড়ু মিছিল।” সেখানে মিছিলরত ব্যক্তিদের যে স্লোগান দিতে শোনা যায়, তার সঙ্গে আওয়ামী লীগের মিছিল দাবিতে ছড়ানো ভিডিওতে শুনতে পাওয়া স্লোগানের মিল নেই।
সিলেটে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতাকর্মীদের মিছিলের ঘটনার উল্লেখ পাওয়া যায় আরও কিছু (১, ২) অনলাইন পোর্টালের প্রতিবেদনেও। সেখানে বলা হয়, ১৮ মার্চ দিবাগত রাতে সিলেট জেলার ছয়টি থানার স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই শাহপরান থানার কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে পদবঞ্চিত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
এ সম্পর্কে আরও নিশ্চিত হতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট প্রতিনিধি শোয়াইবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওটি শেয়ার করা হলে ঘটনাটি সিলেটের বলে নিশ্চিত করে তিনি বলেন, “এটি সিলেটের বিভিন্ন থানার স্বেচ্ছাসেবক দলের যে কমিটি হয়েছে, সেখানকার পদবঞ্চিত নেতাকর্মীদের ভিডিও।” ফেসবুকে ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওতে অডিও পরিবর্তন করা হয়েছে জানিয়ে সিলেটের স্থানীয় দুটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে (১, ২) প্রকাশিত মূল ঘটনার ভিডিও ডিসমিসল্যাবের সঙ্গে শেয়ার করেন তিনি।
অর্থাৎ দুই দিন আগের সিলেটের শাহপরান থানার স্বেচ্ছাসেবক দলের ঝাড়ু মিছিলের ভিডিও ভুয়া দাবিতে প্রচারিত হচ্ছে ইউনূসের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বলে।