নোশিন তাবাসসুম
অভিনেত্রী শাওনের ব্যাংক স্টেটমেন্টের দাবিতে ছড়ানো নথিটি ভুয়া
নোশিন তাবাসসুম
সামাজিক মাধ্যম ফেসবুকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ব্যাংক স্টেটমেন্টের ছবি দাবিতে একাধিক পোস্ট শেয়ার হতে দেখা গেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লোগোযুক্ত নথিটি শেয়ার করে বলা হয়, অভিনেত্রী শাওন সাংস্কৃতিক অঙ্গনের নয়জন ব্যক্তিত্বের প্রত্যেককে ২০ হাজার টাকা দিয়েছেন ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড দিবসকে ঘিরে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, নথিটি ভুয়া। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মোবাইল অ্যাপে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে, উল্লেখিত হিসাব নম্বর ব্যাংকটিতে নেই। মূলত ইন্টারনেট থেকে নেওয়া টেমপ্লেট সম্পাদনা করে আলোচিত স্টেটমেন্টটি বানানো হয়েছে।
ফেসবুকের একাধিক পেজ (১, ২, ৩), গ্রুপ (১, ২) ও ব্যক্তিগত প্রোফাইল (১, ২, ৩, ৪) থেকে গত ১৫ আগস্ট ব্যাংকের একটি হিসাব বিবরণীর ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, “১৫ই আগস্ট উপলক্ষে প্রতি পোস্টের দাম ২০ হাজার টাকা! ফান্ডিং করছে মেহের আফরোজ শাওন। তবে সুমন আনোয়ারের এতো ছোট পোস্ট দেওয়া উচিৎ হয় নি! উনাকে ১ হাজার টাকা দেওয়া উচিৎ ছিলো! এক বালতি সমবেদনা তাদের জন্যে যারা পোস্ট দিয়েও কোন টাকা পেলো না!।” একই হিসাব বিবরণীর ছবি পোস্ট করতে দেখা যায় ১ লাখ ১৯ হাজারের বেশি সদস্য থাকা “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” নামের একটি গ্রুপে। সেই পোস্টের ক্যাপশনে বলা হয়, “শাওন আজকে যাদের যে সেলিব্রিটিদের ২০ হাজার করে দিয়েছে পোষ্ট করার জন্য।”

ছড়িয়ে পড়া নথিটি বিশ্লেষণে দেখা যায়, এতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নাম ও লোগো রয়েছে। এছাড়াও রয়েছে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পুরো নাম ও একটি ঠিকানা। নথি অনুযায়ী, ১৫ আগস্ট তারিখে অভিনেত্রীর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই অ্যাকাউন্ট থেকে নেয়ামত উল্লাহ ভূঁইয়া, সুমন আনোয়ার, ইরফান সাজ্জাদ, শ্রাবণ্য তৌহিদা, নাজিফা আনজুম তুষি, সানিয়া সুলতানা লিজা, মুমতাহিনা চৌধুরী, সুনেরাহ বিনতে কামাল, এবং খায়রুল বাসারের অ্যাকাউন্টে কমপক্ষে ২০ হাজার করে মোট ১ লক্ষ ৮১ হাজার ২০০ টাকা লেনদেন করা হয়।
নথিটির সত্যতা যাচাইয়ে, একই ব্যাংকের দুজন প্রকৃত হিসাবধারীর ব্যাংক স্টেটমেন্টের প্রিন্ট ও অনলাইন বিবরণীর সঙ্গে ফেসবুকের নথিটি তুলনা করে দেখে ডিসমিসল্যাব। দেখা যায়, সেগুলোর সঙ্গে ছড়িয়ে পড়া বিবরণীর কাঠামোগত কোনো মিল নেই। অর্থাৎ, অভিনেত্রী শাওনের নামে ছড়িয়ে পড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই হিসাব বিবরণী আসল নয়।
আবার একই ব্যাংকের অন্য হিসাবধারীরা ‘এসসি মোবাইল ব্যাংকিং’ অ্যাপের মাধ্যমে অভিনেত্রীর কথিত অ্যাকাউন্ট নাম্বার ‘১২২৩৭৬৭৫৪৫৬৭৬’-এ টাকা যোগ করতে চাইলে অ্যাপ থেকে সঠিক হিসাব নম্বর চাওয়া হয়। অর্থাৎ, নথিতে থাকা শাওনের অ্যাকাউন্ট দাবিতে দেখানো হিসাব নম্বরটির বাস্তবে কোনো অস্তিত্ব নেই।

বিষয়টি নিয়ে অধিকতর যাচাইয়ে ডিসমিসল্যাব অভিনেত্রী শাওনের কথিত ব্যাংক নথিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে। দেখা যায়, ফেক টেমপ্লেট, স্ক্রিবড ডট কম ও সলিউশন ইন নামের অন্তত তিনটি টেমপ্লেট সাইটে প্রায় একই ধরনের ব্যাংক নথির ছবি। মূলত গ্রাফিক্স ডিজাইন অনুশীলনের কাজে বিভিন্ন ধরনের ব্যাংক স্টেটমেন্টের টেমপ্লেট প্রকাশ করে থাকে এই ওয়েবসাইটগুলো। এই ধরনের টেমপ্লেটগুলো সাধারণত সম্পাদনা করা যায়। প্রয়োজন অনুসারে, নাম, লোগো, হিসেব নম্বর, ঠিকানা সবকিছুই সম্পাদনা করে নতুন নথি বা জাল নথি ডিজাইন করা যায়।

উদাহরণস্বরূপ, ফেক টেমপ্লেট-এ ইউক্রেনের ‘এ ব্যাংক’ এর একটি ব্যাংক লেনদেনের নথির সঙ্গে ফেসবুকে ছড়িয়ে নথিটির তুলনা করলে দেখা যায়:
১। ছড়িয়ে পড়া ও ওয়েবসাইটে থাকা দুটি নথিতেই ব্যাংকের নামসহ লোগোর অবস্থান পৃষ্ঠার একই স্থানে।
২। দুই নথিতেই পৃষ্ঠা বা পেজ নাম্বার ‘1 of 1’ অর্থাৎ ‘১ ও ১’ দেয়া।
৩। দুই নথিতেই “স্টেটমেন্ট অব অ্যাকাউন্ট”, “অ্যাকাউন্ট নাম্বার,” “স্টেটমেন্ট ডেট,” “পিরিয়ড কভারড,” সহ “টোটাল ক্রেডিট,” কিংবা “নাম্বার অব ট্রানজেকশন” একই স্থানে ও একই ভঙ্গিতে লেখা।
৪। দুটিতেই ট্রানজেকশন অংশের নিচে “ডেট,” “ডেসক্রিপশন,” “ক্রেডিট,” “ডেবিট,” ও “ব্যালেন্স” এর জন্য নির্ধারিত পাঁচটি কলাম এবং এই পাঁচটি কলামের নিচের সারিতে মোট ঘর রয়েছে ২৭টি। যার মাঝে দুটি ছবিতেই প্রথম নয়টি ঘরে লেনদেন সংক্রান্ত তথ্য দেয়া রয়েছে।

দুই নথির মধ্যে থাকা এসব সাদৃশ্য থেকে বলা যায়, ইন্টারনেট থেকে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট তৈরির টেমপ্লেট সম্পাদনা করে আলোচ্য ব্যাংক স্টেটমেন্টটি বানানো হয়েছে। সেখানে নয়টি ঘরে নয়জন বাংলাদেশি তারকার নাম বসিয়ে অভিনেত্রী শাওনের নাম ও ধানমন্ডির একটি ঠিকানা যোগ করা হয়েছে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নাম ও লোগো নকল করে বসানো হয়েছে।
যা থেকে নিশ্চিতভাবে বলা যায়, মেহের আফরোজ শাওনের এই নয়জন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বদের ২০ হাজার টাকা দেয়ার দাবিতে প্রচারিত ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া।
নথিতে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের নাম আছে। নথি অনুযায়ী, শাওন সুনেহরাকে তার ব্রাক ব্যাংক লিমিটেডের (বিবিএল) অ্যাকাউন্টে ২০,০০০ টাকা পাঠিয়েছেন। এই দাবির প্রেক্ষিতে, ১৫ আগস্ট অভিনেত্রী সুনেরাহ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, “এই অ্যাকাউন্টটি ভুয়া খবর ছড়াচ্ছে। এডিটটাও ভালো হয়নি। একেতো শুক্রবারে বলে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে ব্যাংক। তারমধ্যে বাজে সম্পাদনা। … অন্তত আমাদের পারিশ্রমিকটা তো জেনে নিত। আমার বিবিএলে অ্যাকাউন্টও নাই।”

প্রসঙ্গত, অভিনেত্রী সুনেরাহ তার প্রোফাইল থেকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবি আল মাহমুদের একটি কবিতার পোস্ট শেয়ার করেছিলেন। একই রকম নথিতে থাকা বাকি আট তারকার মধ্যে সাত জনের প্রোফাইল (১, ২, ৩, ৪, ৫) এবং পেজ (১, ২) থেকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা পোস্ট খুঁজে পাওয়া যায়। এই পোস্ট করা ব্যক্তিদের সঙ্গে অভিনেত্রী শাওনকে জড়িয়ে আলোচিত ভুয়া নথিটি আসল লেনদেনের ব্যাংক স্টেটমেন্ট দাবিতে ছড়ানো হচ্ছে।