তৌহিদুল ইসলাম রাসো

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
চলমান কোটা সংস্কার আন্দোলনে সম্মতি জানাননি সাকিব; ভিডিওটি পুরোনো
This article is more than 1 month old

চলমান কোটা সংস্কার আন্দোলনে সম্মতি জানাননি সাকিব; ভিডিওটি পুরোনো

তৌহিদুল ইসলাম রাসো

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে রিল আকারে প্রকাশ করা ভিডিওতে দাবি করা হচ্ছে যে অবশেষে ছাত্রদের চলমান আন্দোলনের সঙ্গে সম্মতি প্রকাশ করলেন সাকিব। তবে যাচাইয়ে দেখা যায়, সাকিবের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। মূল ভিডিওটি ২০১৮ সালের এবং সেই সময়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে ভিডিওটি করেছিলেন তিনি।

গত ৩১ জুলাই ফেসবুকের এক প্রোফাইল থেকে সাকিবের এই ভিডিও রিলটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা- “অবশেষে ঘুম ভাঙছে।” সেই ভিডিওতে সাকিবকে বলতে শোনা যায়- “আসসালামু আলাইকুম আমি প্রথমেই বাংলাদেশের সকল স্টুডেন্টদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই যুগান্তকারী আন্দোলনের জন্য। আমি তোমাদের এই আন্দোলনের সাথে একাত্নতা প্রকাশ করছি।” এরপরই আরেকটি কণ্ঠস্বরে কাউকে বলতে শোনা যায়, “অবশেষে মুখ খুললেন বিশ্বসেরা অলরাউন্ডার।” রিলটির ভেতরে সম্পাদনা করে লেখা- “অবশেষে ছাত্রদের সাথে সম্মতি প্রকাশ করল সাকিব আল হাসান।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিও রিলটি দেখেছেন সাত লাখেরও বেশি ব্যবহারকারী। প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ১৪ হাজার ও মন্তব্য করেছেন দেড় হাজারের অধিক। এছাড়া রিলটি শেয়ারও করেছেন দেড় হাজারের বেশি ব্যবহারকারী।

কিন্তু যাচাইয়ে সাকিবের ব্যক্তিগত ফেসবুক পেজে এ সম্পর্কিত কোনো ভিডিও বা রিল খুঁজে পাওয়া যায়নি। চলমান কোটা সম্পর্কিত কোনো ধরনের পোস্ট এই ক্রিকেটারের ভেরিফায়েড পেজে নেই। তবে রিলটির অধিকতর সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। উক্ত সার্চে গণমাধ্যমের দুটি প্রতিবেদন (, ) খুঁজে পাওয়া যায়। যেখানে একই ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় ২০১৮ সালে; বর্তমান সময়ে নয়।

২০১৮ সালে বাংলাদেশের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক আন্দোলন করে দেশজুড়ে। সেই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং তাদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন সাকিব। তবে ভিডিওটি পোস্ট করার পর সেটি নিয়ে সমালোচনা শুরু হলে তা সরিয়ে নেন। এরপর আরেকটি ভিডিও পোস্ট করে তার ব্যাখ্যাও দেন। সমালোচিত পোস্টের সংশোধন করে সাকিব পরে যে ১ মিনিট ২৮ সেকেন্ডের আরেকটি পোস্ট করেন সেখানকার শুরুর ১২ সেকেন্ড কেটে নিয়ে বর্তমান সময়ের বলে প্রচার করা হয়। সংশোধন করে সাকিব যে ভিডিও পোস্ট করেন সেটি দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়।

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি সরকার দলীয় এই সংসদ সদস্য। তবে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাওয়া সাকিবকে ম্যাচ শেষে গ্যালারি থেকে এক প্রবাসী যখন জানতে চান যে আন্দোলন নিয়ে তিনি কেন নীরব। তখন সাকিব সরাসরি কোনো উত্তর না নিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন সেই প্রবাসীকে এবং জানতে চান, “দেশের জন্য আপনি কী করেছেন?” কানাডায় প্রবাসী সমর্থকদের সঙ্গে সাকিবের এই কথা-কাটাকাটির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।”

তাই সাকিবের এই সম্মতি জানানোর ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশের ভিডিওটি সম্পাদনা করে এবং বিষয়বস্তু পরিবর্তন করে ভুলভাবে ছড়ানো হচ্ছে বর্তমানের বলে।

আরো কিছু লেখা