তামারা ইয়াসমীন তমা

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ভারতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

ভারতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

তামারা ইয়াসমীন তমা

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্টের পর প্রথমবারের মতো ভারতে প্রকাশ্যে এসেছেন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা গেছে। তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২২ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে লন্ডনে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, এটি সে সময়কার একটি ভিডিও। 

বাংলাদেশ প্রতিদিন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজ (১৫ জানুয়ারি) এক্সক্লুসিভ দাবি করে একটি ভিডিও শেয়ার করে। সেখানে গণমাধ্যমটির লোগোও যুক্ত করা ছিল। ভিডিওটির টেক্সটে লেখা ছিল, “ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা”। পরবর্তীতে ভিডিওটি তাদের পেজ থেকে সরিয়ে ফেলা হলেও দ্রুতই সেটি শেয়ার করা হতে থাকে অন্যান্য পেজ ও প্রোফাইল থেকে। একাধিক পোস্টে (, , , , , ) ভিডিওটি শেয়ার করে দাবি করা হয় ভারতে প্রথমবার প্রকাশ্যে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ দাবি করেন, “৫ মাস ১০ দিন পরে ভারতে প্রথমবার শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন”। আবার কেউ লেখেন, “ভারতে প্রথমবার প্রকাশ্যে স্বৈরাচার শেখ হাসিনার এক্সক্লুসিভ ভিডিও”।  বাংলার আজকাল নামের একটি নিউজ পোর্টালের ইউটিউব চ্যানেলেও “হাসিনাকে দিল্লির এলাহাবাদ থেকে ভারতের বর্ধমানে সরিয়ে নেওয়া হচ্ছে” শিরোনামে ভিডিওটি প্রচারিত হয়।

তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি অন্তত দুই বছরের পুরোনো। বিবি/ব্রম্পটম ব্রাদার চ্যানেল নামে একটি ইউটিউব চ্যানেলে মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে লেখা “১৮/০৯/২০২২ তারিখে লন্ডনের হোটেল ক্লারিজ থেকে বেরিয়ে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা”। ভিডিওটিতে তার বোন শেখ রেহানাকেও দেখা যায়। কালো শাড়ি পরা দুই বোনকে প্রোটোকলের মাধ্যমে গাড়ি অবধি পৌঁছে দেওয়া হয়। একই দিনে জাপানের সম্রাট নারুহিতো একই হোটেল থেকে প্রোটোকলের মাধ্যমে বের হওয়ার আরেকটি ভিডিও পাওয়া যায় চ্যানেলটিতে। চ্যানেলে দেওয়া তথ্য অনুসারে লন্ডনের একজন বাইক রাইডার এটি পরিচালনা করেন।

২০২২ সালের ১৫ সেপ্টেম্বর শেখ হাসিনা রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে যুক্তরাজ্যে সরকারি সফরে লন্ডনে পৌঁছান। এসময় একাধিক গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ (, ,, ) প্রকাশিত হয়। ১৮ সেপ্টেম্বর শেখ হাসিনা ও শেখ রেহানা ওয়েস্টমিনস্টার হলে শবাধারে সংরক্ষিত প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা জানান এবং ল্যাঙ্কাস্টার হাউজে একটি শোক বইতে স্বাক্ষর করেন। সেসময় তারা ভিডিওর মতোই একই ধরনের কালো পোশাকে ছিলেন। 

অর্থাৎ, ভারতে হাসিনার প্রকাশ্যে আসার ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং ২০২২ সালের একটি ভিডিও।

আরো কিছু লেখা