তামারা ইয়াসমীন তমা

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
যুবলীগ নেতার কবজি কেটে নেওয়ার ঘটনায় শিবিরের সংশ্লিষ্টতা নেই

যুবলীগ নেতার কবজি কেটে নেওয়ার ঘটনায় শিবিরের সংশ্লিষ্টতা নেই

তামারা ইয়াসমীন তমা

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্যরা ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা মো. শামসুদ্দীন ওরফে সামস উদ্দিনের ডান হাতের কবজি কেটে নিয়েছে এমন একটি দাবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দাবিটি ছড়াতে দেখা যায়। তবে যাচাইয়ে দেখা যায়, শামসুদ্দীনের উপর হামলা করেন তার বড় ভাই। রাজনৈতিক নয় বরং পারিবারিক কলহের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে। 

সম্প্রতি সামাজিক মাধ্যমের একাধিক পোস্টে (, , , ) ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের অন্তর্গত রমনা থানা ১৯ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শামসুদ্দিন এর উপর জামাত-শিবেরর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তার ডান হাতের কবজি কেটে দিয়েছে বলে প্রচার করা হয়। পোস্টে আহত শামসুদ্দীনের কয়েকটি ছবিও পাওয়া যায়।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে দৈনিক কালবেলায় “দায়ের কোপে যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন” শিরোনামের একটি প্রতিবেদন পায় ডিসমিসল্যাব। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বড় ভাই শাহাব উদ্দিনের দায়ের কোপে ছোট ভাই যুবলীগ নেতা সামস উদ্দিনের হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। কালবেলা ছাড়াও আরও কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনে (, ,) ঘটনাটির উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূইয়ার নির্দেশে ওসি তদন্ত জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আসামি শাহাব উদ্দিনকে গ্রেফতার করে।

এ বিষয়ে বিস্তারিত জানতে দৈনিক কালবেলার মৌলভীবাজারের জুড়ি উপজেলার প্রতিনিধি আদনান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনি নিশ্চিত করেন, মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া শামসুদ্দীন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের একজন নেতা। রাজনৈতিক কারণে নয়, বরং পারিবারিক বিরোধে তার বড় ভাই এ হামলা চালায় বলেও জানান তিনি।

একইসঙ্গে তিনি মো. শামসুদ্দীনের ফেসবুক আইডির লিংকও দেন। আইডিটি যাচাইয়ে মো. শামসুদ্দীনের একাধিক ছবি দেখে তা আহত ব্যক্তিরই প্রোফাইল বলে নিশ্চিত হওয়া যায়।  ফেসবুকে দেওয়া তথ্য অনুসারে শামসুদ্দীনের বাড়ি সিলেটের মৌলভীবাজারে। তার ফেসবুকে ঢাকা মহানগর দক্ষিণের ১৯ নং ওয়ার্ড যুবলীগের পক্ষে একাধিক প্রচারণার ছবিও (,) পাওয়া যায়।

প্রসঙ্গত, এর আগেও ছাত্রশিবিরকে জড়িয়ে ফেসবুকে ভুয়া দাবি ছড়ায়, যা ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে উঠে আসে।

আরো কিছু লেখা