আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
৫ বছর আগের ছবি দিয়ে দাবি, শিবিরের পুরুষ ক্যাডার নারীবেশে আন্দোলনে 
This article is more than 3 months old

৫ বছর আগের ছবি দিয়ে দাবি, শিবিরের পুরুষ ক্যাডার নারীবেশে আন্দোলনে 

আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

শিবিরের পুরুষ ক্যাডার নারী সেজে কোটা সংস্কার আন্দোলনে নেমেছে এমন দাবিতে বিভিন্ন পোস্ট ছড়াতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (, , )। দুইটি ছবি পাশাপাশি রেখে এমন দাবি করা হচ্ছে। একটি ছবিতে গায়ে বোরকা জড়ানো এক ব্যক্তিকে দেখা গেলেও ছবিটি একজন পুরুষের, যা প্রায় ৫ বছর আগে গণমাধ্যমে আসে।

ফেসবুকের পোস্টে ক্যাপশন করা হয় “কোমলমতি শরিফ>শরিফা আন্দোলনকারী শিক্ষার্থী পেয়েছি…”। যাচাইয়ে দেখা যায়, পোস্টে যুক্ত বোরকাপরিহিত ব্যক্তিটির নাম মাহমুদুল হাসান। ২০১৯ সালে (, , ) আসা একাধিক সংবাদ প্রতিবেদনে বলা হয়, মাহমুদুল হাসান নারীবেশে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে স্ত্রীর পরীক্ষা কক্ষে যান এবং ধরা পড়েন।

পোস্টের অন্য ছবিতে বোরকা পরিহিত একজন আন্দোলনকারীর মুখ ও হাত চিহ্নিত করে ইঙ্গিত করা হয় যে তিনি আসলে পুরুষ। অনুসন্ধানে মূল ছবিটি পাওয়া না গেলেও আন্দোলনের দুটি ভিডিওতে তাকে বোরকা পরিহিত দেখা গেছে। একাধিক গণমাধ্যমের ভিডিও প্রতিবেদনে (, ) দেখা যায়, হাতে তার বাংলাদেশের পতাকা। একটি ভিডিওতে দেখা যায়, তিনি ৩১ জুলাই “মার্চ ফর জাস্টিস” কর্মসূচির দিন চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ করছেন। আন্দোলনকারীর ছবিটির সাথে বোরকা পরিহিত পুরুষের ছবিটির কোন সম্পর্ক নেই।

কোটা সংস্কার আন্দোলনে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ২০০ ছাড়িয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন এখনও চলছে।  আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ইতিপূর্বে একাধিক অপতথ্য ছড়াতে দেখা গেছে। “দাবী মেনে নেবার পরও আন্দোলন নেপথ্যে শিবির ও ছাত্রীসংস্থা” শীর্ষক দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলের একটি ছবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বদরুন্নেছা কলেজের শিক্ষার্থী দাবি করে অপতথ্য ছড়ানো হলে বাংলাদেশের তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার নিশ্চিত করে যে ছবিতে চিহ্নিত চারজন ছাত্রীই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আরো কিছু লেখা