ফাতেমা তাবাসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণার ভুয়া দাবি

শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণার ভুয়া দাবি

ফাতেমা তাবাসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

পেরুর প্রেসিডেন্ট ইরানে আয়োজিত ‘গ্লোবাল হিউমার সম্মেলনে’ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বৈধ প্রধানমন্ত্রী’ হিসেবে ঘোষণা করেছেন– এমন একটি দাবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। ফেসবুকে প্রথম যে প্রোফাইল থেকে দাবিটি করা হয়েছে, সেটিও ভুয়া। সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশেমির ছবি ব্যবহার করে পরিচালিত এই প্রোফাইল থেকে এর আগেও শেখ হাসিনাকে ঘিরে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য প্রচার করা হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে (, , ) দাবি করা হয়, পেরুর প্রেসিডেন্ট ইরানে আয়োজিত ‘গ্লোবাল হিউমার সম্মেলনে’ শেখ হাসিনাকে ‘বৈধ প্রধানমন্ত্রী’ হিসেবে ঘোষণা দিয়েছেন। যাচাইয়ে দেখা গেছে, ‘তামান্না আকতার ইয়েসমান’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে গত ২৯ জুলাই প্রথমবার এই দাবিতে পোস্ট করা হয়। পোস্টটিতে তিনটি ছবি যুক্ত করে লেখা হয়: “ব্রেকিং নিউজ: বৈধ প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা। ইরানের এসেম্বলিতে অনুষ্ঠিত গ্লোবাল হিউমার সম্মেলনে পেরুর প্রেসিডেন্ট এমারসন গ্যোটের বর্টির বৈধ প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করেছেন। এসেম্বলিতে পৌঁছালে আমি তাকে সহদুর স্বাগত জানিয়েছি এবং শুভেচ্ছা বিনিময় করেছি…।” (বানান অপরিবর্তিত)

সামাজিক মাধ্যমে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণার ভুয়া দাবিতে ছড়ানো পোস্টের স্ক্রিনশট

‘তামান্না আকতার ইয়েসমান’ নামের ফেসবুক প্রোফাইল থেকে করা আলোচিত পোস্টের সঙ্গে যুক্ত তিনটি ছবির রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো ছয় বছর আগে মালির প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে “Primature du Mali (মালির প্রধানমন্ত্রী)” প্রকাশিত হয়েছিল। ২০১৯ সালের সেই পোস্টে ছড়িয়ে পড়া তিনটি ছবির পাশাপাশি একই ব্যক্তির আরও কয়েকটি ছবি দেখা যায়। পোস্টে লেখা ফরাসি বিবরণের বাংলা অনুবাদ করলে দাড়ায়, “প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আজ সোমবার সকালে সরকারি সফরে আসা, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী মিসেস রিম ইব্রাহিম আল হাশিমির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্কের পাশাপাশি সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক ও বিনিয়োগের সম্পর্ক আরও গভীর করা।”

ছয় বছর আগে মালির প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্ট

কিওয়ার্ড অনুসন্ধানে, “গ্লোবাল হিউমার সম্মেলন” নামে ইরানের কোনো সম্মেলনের তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, পেরুর বর্তমান প্রেসিডেন্টের নাম এমারসন গ্যোটের বর্টি নন। দেশটির বর্তমান প্রেসিডেন্টের নাম দিনা বোলুয়ার্তে। এ থেকে নিশ্চিত হওয়া যায়, ছবিগুলো ব্যবহার করে শেখ হাসিনাকে বৈধতা দেওয়া নিয়ে যে দাবি ছড়ানো হয়েছে, তা সঠিক নয়। 

প্রকৃতপক্ষে, আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশেমির ছবি ব্যবহার করে পরিচালিত একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এই দাবিটি করা হচ্ছে। অ্যাকাউন্টটির প্রোফাইল পিকচার এবং কভার ফটোতে ব্যবহৃত নারীর ছবিগুলো রিম বিনতে ইব্রাহিম আল হাশেমির। প্রোফাইল পিকচারে ব্যবহৃত ছবিটি ২০২৩ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে হাশেমীর সাক্ষাতের সময় তোলা হয়েছিল। অন্যদিকে, কভার ফটোটি ২০২৪ সালে অস্ট্রেলিয়ার লেবার পার্টির সদস্য টিম ওয়াটসের সঙ্গে দুবাইয়ে তার বৈঠকের একটি মুহূর্ত। ফলে স্পষ্ট হয়, ‘তামান্না আকতার ইয়েসমান’ একটি ফেক আইডি, যা আমিরাতের একজন রাজনৈতিক ব্যক্তিত্বর তথ্য চুরি করে বানানো। প্রোফাইলটি বিশ্লেষণে দেখা যায় এর সাম্প্রতিক বেশিরভাগ পোস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগকে ঘিরেই দেয়া হয়েছে।

আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশেমির ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট

ফেসবুক প্রোফাইলটির ট্রান্সপারেন্সি অংশে দেখা গেছে, এই আইডি খোলা হয়েছে ২০২৪ সালের ২৪ নভেম্বর, অর্থাৎ ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরে এই প্রোফাইলটি খোলা হয়েছে। এছাড়াও, ফেসবুকের তথ্যানুসারে প্রোফাইলটির অ্যাডমিনের অবস্থান ‘বাংলাদেশ।’

এর আগে প্রায় একই নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে একাধিকবার ভুয়া তথ্য প্রচারের অভিযোগ উঠেছিল। ‘তামান্না আকতার ইয়াসমিন’ নামের ওই প্রোফাইল নিয়ে সেই সময় তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন (, , ) ও একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করে। তবে বর্তমানে দেখা যাচ্ছে, আগের নামের কিছুটা পরিবর্তন এনে ‘তামান্না আকতার ইয়েসমান’ নামে প্রোফাইলটি পরিচালিত হচ্ছে এবং একই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

আরো কিছু লেখা