আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
জামায়াতের কাছে ক্ষমা চেয়ে এনসিপির বিবৃতিটি সত্য নয়

জামায়াতের কাছে ক্ষমা চেয়ে এনসিপির বিবৃতিটি সত্য নয়

আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নামে একটি একটি বিবৃতি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পোস্টে দাবি করা হচ্ছে জামায়াতে ইসলামীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে এনসিপি। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায় এই বিবৃতিটি ভুয়া। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক ডিসমিসল্যাবকে বিষয়টি নিশ্চিত করেছে।

The press release circulated on Facebook in the name of the National Citizen Party (NCP), claiming it unconditionally apologized to Jamaat-e-Islami, is fake.

“শিবিরের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এনসিপির”- এই ক্যাপশনে একাধিক পোস্ট দেখা যাচ্ছে ফেসবুকে (, , , )। একই দাবিতে সামাজিক মাধ্যম এক্সেও পোস্ট হতে দেখা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে লেখা, “এনসিপির কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে জনদুর্ভোগের কথা চিন্তা করে আজকের পর থেকে শুক্রবার ব্যতীত এনসিপির কোন সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে না। এবং কারো যাতে নামাজ আদায় করতে সমস্যা না হয় এজন্য সমাবেশ স্থল বায়তুল মোকাররমের আশে পাশে রাখা হবে। এছাড়া জামায়াত-শিবিরের সাথে গত কয়েকদিনের উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য এনসিপি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছে।” বিজ্ঞপ্তিতে বার্তাপ্রেরক হিসেবে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সাক্ষরও দেখতে পাওয়া যায়। বিজ্ঞপ্তির তারিখে লেখা হয় ‘৩৩ জুলাই, ২০২৫ ইং’ এবং সূত্র দেয়া হয় “এনসিপি/বিবৃতি/২০২৫-২০২৬/৩৭”।

The press release circulated on Facebook in the name of the National Citizen Party (NCP), claiming it unconditionally apologized to Jamaat-e-Islami, is fake.

ডিসমিসল্যাব জাতীয় নাগরিক পার্টির অফিসিয়াল ফেসবুক পেজে খোঁজ করে এমন কোন বিজ্ঞপ্তি খুঁজে পায়নি। তবে, ২১ জুলাইয়ে পেজটি থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় সেবা কার্যক্রম পরিচালনায় চিকিৎসকদের টিম গঠন বিষয়ে। এই বিজ্ঞপ্তিটির সূত্রেও “এনসিপি/বিবৃতি/২০২৫-২০২৬/৩৭” উল্লেখ থাকতে দেখা যায়। এই প্রেস বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে ডিসমিসল্যাব যোগাযোগ করে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের সাথে। তিনি ডিসমিসল্যাবকে জানান এই বিজ্ঞপ্তিটি ভুয়া, এনসিপির পক্ষ থেকে এমন কোন বিজ্ঞপ্তি দেয়া হয়নি।

উল্লেখ্য, গত ৩১ জুলাই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। এই পোস্টে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমের সমালোচনা করলে এটি নিয়ে এনসিপি ও শিবিরের মধ্যে অনলাইনে পাল্টাপাল্টি আলোচনা চলে।

আরো কিছু লেখা