আহমেদ ইয়াসীর আবরার
ঢাকা পোস্টের নামে ভুয়া ফটোকার্ড
আহমেদ ইয়াসীর আবরার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি বৈঠকে শিবির, হিজবুত তাহরিরসহ জঙ্গিদের সঙ্গে বৈঠক হয়েছে এমন দাবিতে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে এই ফটোকার্ডটি ঢাকা পোস্টের নয়।
“পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র আনার আগেই সসস্ত্র প্রতিরোধের কথা কেনো বলেছে দেখুন! বিএনপি মনে করেছিলো এই জঙ্গিদের সাহায্য করলে এড়া বিএনপিকে চুমা দিয়ে ক্ষমতায় বসাবে। ক্ষমতা পুটকি দিয়ে ভরে দিবে৷ এই জঙ্গিদের সাথে সেনাবাহিনীও আছে। গৃহযুদ্ধ ইতোমধ্যে লাগিয়ে দিছে। সোনার বাংলা জ্বলছে!”-এই ক্যাপশনসহ একাধিক পোস্ট দেখা যাচ্ছে ফেসবুকে (১, ২, ৩)। পোস্টের সঙ্গে যুক্ত করা হয়েছে ঢাকা পোস্টের লোগোযুক্ত একটি ফটোকার্ড। ফটোকার্ডে লেখা “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি বৈঠকে শিবির, হিজবুত তাহরির সহ জঙ্গিদের সাথে বৈঠক। যেকোন আন্দোলন দমনে সসস্ত্র প্রতিরোধের সিদ্ধান্ত।” পোস্টগুলোর সঙ্গে #StepDownYounus হ্যাশট্যাগও যুক্ত করতে দেখা যায়।
ফটোকার্ডটির দাবি সংশ্লিষ্ট কোনো সংবাদ প্রতিবেদন ঢাকা পোস্টের ওয়েবসাইটে খুঁজে পায়নি ডিসমিসল্যাব। এই বিষয়ে ঢাকা পোস্টের যুগ্ম বার্তা সম্পাদক নাঈম ফেরদৌস রিতমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে এই ফটোকার্ডটি ঢাকা পোস্টের নয়।
প্রসঙ্গত ২৫ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জরুরি বৈঠক করে বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে। ১৮টি ছাত্র সংগঠনের সঙ্গে হওয়া এই বৈঠকে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেয়া হয়। এই বৈঠকে অন্যান্য সংগঠনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদও উপস্থিত ছিলেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতার দাবিতে এর আগেও ছড়াতে দেখা গেছে নানা অপতথ্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মাহফুজ আলমকে হিযবুত তাহরীরের নেতা হিসেবে দাবি করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে। অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সঙ্গে হিজবুত তাহরীরের সম্পর্ক আছে দাবি করেও একটি সম্পাদিত ছবি ছড়াতে দেখা গিয়েছিল গত সেপ্টেম্বরে।