আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
নভেম্বর ২৬, ২০২৪
১৮:০২:০৭
ঢাকা পোস্টের নামে ভুয়া ফটোকার্ড
This article is more than 10 months old

ঢাকা পোস্টের নামে ভুয়া ফটোকার্ড

নভেম্বর ২৬, ২০২৪
১৮:০২:০৭

আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি বৈঠকে শিবির, হিজবুত তাহরীরসহ জঙ্গিদের সঙ্গে বৈঠক হয়েছে এমন দাবিতে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে এই ফটোকার্ডটি ঢাকা পোস্টের নয়।

ঢাকা পোস্টের লোগোযুক্ত একটি ভুয়া ফটোকার্ড শেয়ার করতে দেখা যাচ্ছে ফেসবুকে (, , )। ফটোকার্ডে লেখা “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি বৈঠকে শিবির, হিজবুত তাহরির সহ জঙ্গিদের সাথে বৈঠক। যেকোন আন্দোলন দমনে সসস্ত্র প্রতিরোধের সিদ্ধান্ত।” ফটোকার্ডটি শেয়ার করে বিবরণীতে দাবি করা হচ্ছে, পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র আনার আগেই সশস্ত্র প্রতিরোধের কথা বলেছেন ছাত্র আন্দোলনের নেতারা। আর এসব জঙ্গিদের সঙ্গে আছে সেনাবাহিনী। তারা ইতিমধ্যে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে বলেও দাবি করা হয় সেখানে। পোস্টগুলোর সঙ্গে #স্টেপডাউনইউনূস হ্যাশট্যাগও যুক্ত করতে দেখা যায়।

ফটোকার্ডটির দাবি সংশ্লিষ্ট কোনো সংবাদ প্রতিবেদন ঢাকা পোস্টের ওয়েবসাইটে খুঁজে পায়নি ডিসমিসল্যাব। এই বিষয়ে ঢাকা পোস্টের যুগ্ম বার্তা সম্পাদক নাঈম ফেরদৌস রিতমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই ফটোকার্ডটি ঢাকা পোস্টের নয়। 

প্রসঙ্গত, ২৫ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জরুরি বৈঠক করে বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে। ১৮টি ছাত্র সংগঠনের সঙ্গে হওয়া এই বৈঠকে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেয়া হয়। এই বৈঠকে অন্যান্য সংগঠনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদও উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতার দাবিতে এর আগেও ছড়াতে দেখা গেছে নানা ধরনের অপতথ্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে হিযবুত তাহরীরের নেতা হিসেবে দাবি করা হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্টে। আরও দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সঙ্গে হিজবুত তাহরীরের সম্পর্ক আছে দাবি করেও একটি সম্পাদিত ছবি ছড়াতে দেখা গিয়েছিল গত সেপ্টেম্বরে।

আরো কিছু লেখা