মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব
যমুনা টিভির ফটোকার্ড নকল করে পুরোনো ছবি ভিন্ন দাবিতে প্রচার

যমুনা টিভির ফটোকার্ড নকল করে পুরোনো ছবি ভিন্ন দাবিতে প্রচার

মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন দাবিতে সম্প্রতি সামাজিক মাধ্যমে যমুনা টেলিভিশনের একটি ফটোকার্ড ছড়াতে দেখা যায়। ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ফটোকার্ডটি নকল ও এতে ব্যবহৃত ছবিটি পুরোনো। এমন কোনো খবর যমুনা টিভি প্রকাশ করেনি বলেও সংবাদমাধ্যমটি ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছে।

গত ৩১ আগস্ট একাধিক ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট হওয়া (, , , , ) ফটোকার্ডে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও ভারতের সাবেক প্রতিরক্ষা সচিব অজয় কুমারের ছবি দেখা যায়। ফটোকার্ডটিতে লেখা হয়, “সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সাথে ইন্ডিয়ান দূতাবাসের জরুরি বৈঠক”। পোস্টের ক্যাপশনে লেখা হয়, “🔴ব্রেকিং নিউজ 🔴নেত্রী আসতেছে সকলে প্রস্তুতি নিন✌️✌️।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ৭০ বারের বেশি শেয়ার হয়েছে।

ফটোকার্ডটিতে তারিখ হিসেবে উল্লেখ করা হয় “৩১ আগস্ট, ২০২৫।” এতে যমুনা টেলিভিশনের নাম ও লোগোসহ অন্যান্য ফটোকার্ডের মতো প্রায় একই ডিজাইন ব্যবহার করা হয়েছে।

ফটোকার্ডটির সত্যতা নিশ্চিত করতে যমুনা টিভি-র ফেসবুক পেজের গত ৩১ আগস্টের পোস্টগুলো যাচাই করে ডিসমিসল্যাব। তবে সেদিন এধরনের কোনো ফটোকার্ড বা খবর সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়াও ফটোকার্ডটি যাচাইয়ে সংবাদমাধ্যমটির সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। যমুনা টিভির নিউ মিডিয়ার জয়েন্ট এডিটর মুরশেদুজ্জামান হিমু ফটোকার্ডটিকে ভুয়া হিসেবে চিহ্নিত করে বলেন, “এটা আমাদের কার্ড নয়। এমন কোনো নিউজও আমরা করিনি।”

যাচাইয়ে আরও দেখা যায়, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি অন্তত তিন বছর পুরোনো। ২০২২ সালের ১১ আগস্ট ভারত ও বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা সংলাপের সময় ছবিটি তোলা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-র ২০২২ সালের ১১ আগস্টের প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়। প্রতিবেদন  অনুসারে, ছবিতে জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ছিলেন ভারতের তৎকালীন প্রতিরক্ষা সচিব অজয় কুমার।

দ্য হিন্দুতে প্রকাশিত ছবিটির নিচে থাকা ক্যাপশনে লেখা ছিল, “১১ আগস্ট নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (তৎকালীন) ওয়াকার-উজ-জামানকে শুভেচ্ছা জানান। | ছবি: পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া)।”

এছাড়াও বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনেও একই ছবি প্রকাশিত হয়। 

অর্থাৎ, ফটোকার্ডটি যমুনা টেলিভিশনের নয় এবং এতে ব্যবহৃত ছবিটি পুরোনো। 

আরো কিছু লেখা